রাণীনগরে দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা চুরি
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ১০:০৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নওগাঁর রাণীনগর উপজেলার বাণিজ্যিক এলাকা হিসেবে পরিচিত আবাদপুকুর এলাকা। উপজেলার বৃহত্তম ধানের হাট হচ্ছে আবাদপুকুর হাট। বর্তমানে আবাদপুকুর এলাকায় যেন দিন-রাতে চুরির হিড়িক পড়েছে।
দুই মোটরসাইকেল চুরির ঘটনার পর এবার রোববার সকালে হাটের দুই ধান ব্যবসায়ীর প্রায় ১০ লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। এছাড়া শনিবার রাতে একই এলাকার পাকুড়িয়া গ্রামের একটি গোয়াল ঘর থেকে ৩টি গরু চুরি করে নিয়ে গেছে চোরেরা।
স্থানীয়রা বলছেন, আবাদপুকুর বাজার এলাকাসংলগ্ন একডালা ইউনিয়ন পরিষদে পুলিশ ফাঁড়ি থেকেও কমছে না এলাকায় একের পর এক চুরির ঘটনা। এতে এলাকার মানুষের মাঝে চুরি আতঙ্ক বিরাজ করছে। নিরাপত্তা নিয়ে ব্যাপক উৎকণ্ঠায় ব্যবসায়ীরা।
জানা গেছে, রোববার ছিল ধানের বৃহত্তর আবাদপুকুর হাটের দিন। এই দিনে এলাকার ধান ব্যবসায়ী ও দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা এসে হাট থেকে ধান ক্রয় করেন। এদিন সকালে আবাদপুকুর হাটের হক ট্রেডার্সের মালিক ধান ব্যবসায়ী মোজাম্মেল হকের ৫ লাখ ৩৪ হাজার টাকা ও বড়িয়াপাড়া ট্টেডার্সের মালিক আরেক ধান ব্যবসায়ী ফরিদ সরদারের ৪ লাখ ৬৫ হাজার টাকা চুরির ঘটনা ঘটে।
ধান ব্যবসায়ী মোজাম্মেল হক জানান, হাট থেকে ধান ক্রয়ের জন্য টাকা দোকানের ওয়ারড্রবে রাখা ছিল। সকাল সাড়ে ৭টার দিকে দোকান থেকে বের হয়ে রাস্তা থেকে কৃষকদের ডেকে ডেকে ধান কেনার পর দোকানের ওয়ারড্রবে টাকা আনতে গিয়ে দেখি তালা ভাঙা। আর ভেতরে কোনো টাকা নেই। যেহেতু মাত্র কয়েক মিনিটের জন্য রাস্তায় এসে কৃষকদের ডেকে ধান কিনতে হয় সেই সুযোগে চোরেরা দোকানের ওয়ারড্রবের তালা ভেঙে ৫ লাখ ৩৪ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ ফাঁড়ির কর্মকর্তা এসে ঘটনাস্থল পরিদর্শন করে গেছেন।
আরেক ধান ব্যবসায়ী ফরিদ সরদার জানান, তিনিও হাটে নিজ দোকানে ধান কেনার উদ্দেশ্যে আসেন। সকাল সাড়ে ৬টার দিকে তিনি মোটরসাইকেলযোগে তার দোকানে আসেন। এ সময় তার মোটরসাইকেলে একটি ব্যাগে ধান কেনার জন্য ৪ লাখ ৬৫ হাজার ছিল। মোটরসাইকেল থেকে নেমে দোকানের তালা খুলতে গিয়ে দেখেন কেউ তালার ভেতর কিছু ঢুকিয়ে রেখেছে। তাই তালা খুলতে কিছুটা সময় লেগে যায়। এরপর তিনি তালা খোলার পর দেখেন তার মোটরসাইকেলে থাকা টাকার ব্যাগ নেই।
এছাড়া শনিবার রাতে উপজেলার পাকুড়িয়া গ্রামের মারুফ হোসেনের গোয়াল ঘর থেকে ৩টি গরু চুরির ঘটনা ঘটে। মারুফ হোসেন জানান, তাদের বাড়ির পাশে ছোট্ট একটি গরুর গোয়াল ঘর রয়েছে। সেই ঘরে চারটি গরু ছিল। রোববার সকালে বাবা ঘুম থেকে উঠে দেখতে পান বাড়ির উঠানের মধ্যে একটি গরু ঘোরাফেরা করছে। পরে দেখেন গোয়াল ঘরের দরজার তালা কাটা আর ভেতরে থাকা আর তিনটি গরু নেই। চোরেরা গরু তিনটি চুরি করে নিয়ে গেছে।
এ ব্যাপারে রাণীনগর থানার ওসি মো. আব্দুল লতিফ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ মাঠপর্যায়ে কাজ চলমান রেখেছে। দ্রুত চুরির ঘটনার সঙ্গে জড়িতদের আটক করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
