Logo
Logo
×

সারাদেশ

স্কুলব্যাগে ২২ কোটি টাকার আইস

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ১০:১৩ পিএম

স্কুলব্যাগে ২২ কোটি টাকার আইস

সাতক্ষীরায় বিজিবির অভিযানে ২২ কোটি টাকার মাদকদ্রব্য আটক করা হয়েছে। শনিবার রাতে সাতক্ষীরা শহরতলীর রইচপুর এলাকায় পরিত্যক্ত একটি স্কুলব্যাগ থেকে ওই মাদক উদ্ধার করা হয়।

আটক মাদকের মধ্যে রয়েছে ৪ কেজি ২৫০ গ্রাম সম্ভাব্য আইস মেথ ও ৪০ বোতল উইন্সেরেক্স সিরাপ।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন রোববার দুপুরে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানা যায় সাতক্ষীরা সদর থানার বাদামতলা এলাকা হতে মোটরসাইকেলযোগে মাদকদ্রব্য সাতক্ষীরা শহরের উদ্দেশ্যে গমন করবে।

ওই সংবাদের ভিত্তিতে একটি আভিযানিক দল রইচপুর নামক স্থানে কৌশলে অবস্থান গ্রহণ করে। এ সময়ে সন্দেহজনক ব্যক্তিকে দেখামাত্র গতিরোধ করে আটকের চেষ্টা করলে তিনি মোটরসাইকেল এবং তার সঙ্গে থাকা একটি স্কুলব্যাগ ফেলে দ্রুত ঘন জঙ্গলে পালিয়ে যায়। পরে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় ৪ কেজি ২৫০ গ্রাম সম্ভাব্য আইস মেথ, ৪০ বোতল উইন্সেরেক্স সিরাপ এবং ১টি মোটরসাইকেল জব্দ করে বিজিবি।

এ ব্যাপারে সাতক্ষীরা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরির পর জনসম্মুখে ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সিজার স্টোরে জমা করা হয়েছে।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম