Logo
Logo
×

সারাদেশ

সোনারগাঁয়ে এক হাজার রেগুলেটর ধ্বংস

Icon

যুগান্তর প্রতিবেদন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ১০:১৫ পিএম

সোনারগাঁয়ে এক হাজার রেগুলেটর ধ্বংস

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের জব্দকৃত অবৈধ গ্যাস সংযোগের প্রায় এক হাজার রাইজার ও রেগুলেটর বিনষ্ট করা হয়েছে।

রোববার দুপুরে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির সোনারগাঁ আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে এ অবৈধ রাইজার ও রেগুলেটর বিনষ্ট করা হয়।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সোনারগাঁ বিপণন কেন্দ্রের উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহাবুদ্দিন জানান, সোনারগাঁয়ে ইতোপূর্বে তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার সময় অনেক অবৈধ রেগুলেটর ও রাইজার জব্দ করা হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় রোববার দুপুরে প্রায় এক হাজার রেগুলেটর ও রাইজার ভেকু দিয়ে গুঁড়িয়ে বিনষ্ট করা হয়। যাতে এগুলো পুনরায় কেউ ব্যবহার না করতে পারে।

এ সময় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির আঞ্চলিক বিক্রয় বিভাগের সোনারগাঁ, রূপগঞ্জ ও আড়াইহাজার উপজেলার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম