Logo
Logo
×

সারাদেশ

রেদোয়ান আহমেদ কলেজের ৪৫ বছর পূর্তিতে মিলনমেলা

Icon

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ১০:২৪ পিএম

রেদোয়ান আহমেদ কলেজের ৪৫ বছর পূর্তিতে মিলনমেলা

কুমিল্লার চান্দিনায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজের ৪৫ বছর পূর্তিতে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এতে কলেজটির বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

রোববার (২১ ডিসেম্বর) সকালে কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশনসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়।

১৯৮০ সালে প্রতিষ্ঠিত চান্দিনা উপজেলার প্রথম মহাবিদ্যালয়টির অনুষ্ঠানে দুই সহস্রাধিক প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী অংশ নেয়। এতে প্রধান অতিথির বক্তৃতা করেন কলেজ প্রতিষ্ঠাতা সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ। বিকালে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে মনোমুগ্ধকর গান পরিবেশ করেন স্থানীয় ও জাতীয় পর্যায়ের কণ্ঠশিল্পীরা।

কলেজ পরিচালনা পর্ষদ সভাপতি সুলতান মঈন আহমেদ রবিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন আজীবন দাতা সদস্য মমতাজ আহমেদ। স্বাগত বক্তৃতা করেন অধ্যক্ষ মনিরুল ইসলাম ভূঁইয়া।

সহকারী অধ্যাপক গিয়াস উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় স্মৃতিচারণ করে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বক্তৃতা করেন অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মো. সফিউল আলম মিলন, মাধাইয়া মুক্তিযোদ্ধা স্মৃতি কলেজের সাবেক অধ্যক্ষ মো. আবুল কাশেম, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরিচালক আফরোজা তানজিন লিজা, কৃষি অফিসার কাজী আনোয়ার হোসেন, উত্তরা ব্যাংকের ডিজিএম সারওয়ার আলম, বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক শামসুন নাহার, বিসিএস প্রশাসন ক্যাডার এমদাদুল হক, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক ইঞ্জিনিয়ার জাহিদ হাসান, জাকির হোসেন, জালাল উদ্দিন প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম