Logo
Logo
×

সারাদেশ

গাজীপুর-১ আসন

বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে কালিয়াকৈরে মশাল মিছিল

Icon

কাশিমপুর-কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ১০:৩১ পিএম

বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে কালিয়াকৈরে মশাল মিছিল

ছবি: যুগান্তর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গাজীপুর-১ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল করেছেন দলটির ঢাকা বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুলের সমর্থকরা।

রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কালিয়াকৈর উপজেলার জামালপুর চৌরাস্তায় মধ্যপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের জনগণের ব্যানারে মশাল মিছিলের মাধ্যমে প্রতিবাদ ও বিক্ষোভ প্রদর্শন করা হয়।

এ সময় মিছিলকারীরা ‘আগের মনোনয়ন মানি না, মানব না ও গাজীপুর-১ আসনে বাবুল ভাই বাবুল ভাই, আমরা সবাই তাকেই চাই- ধ্বনিতে মুখরিত হয় পুরো এলাকা।

মিছিলটি জামালপুর চৌরাস্তা থেকে শুরু করে মৌচাক-ফুলবাড়িয়া রোড প্রদক্ষিণ করে সন্ধ্যা সাড়ে ৭টায় জামালপুর ইউনিয়ন পরিষদ এসে শেষ হয়। এ সময় মিছিলে নেতৃত্ব দেন মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সদস্য শাহিনুর ইসলাম, ৬নং ওয়ার্ড বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, মধ্যপাড়া ইউনিয়ন যুবদল নেতা মো. নিজাম উদ্দিন প্রমুখ।

এ সময় মিছিলকে স্বাগত জানিয়ে প্রায় ৮ শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিলকারীরা বলেন, গাজীপুর-১ আসনে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে গত ১৭ বছরে বিএনপির কোনো কর্মকাণ্ডে তার কোনো উল্লেখযোগ্য ভূমিকা ছিল না। গাজীপুর-১ আসনে তৃণমূল পর্যায়ে সাংগঠনিকভাবে তার কোনো জনপ্রিয়তা নেই। দলের দুর্দিনে যখন বিএনপির নেতাকর্মী হামলা-মামলার শিকার হয়েছেন তখন তৃণমূল পর্যায়ে কোনো খোঁজ-খবর রাখেননি। বরং আওয়ামী দোসর হয়ে তাদের সঙ্গে আঁতাত করে দীর্ঘদিন কালিয়াকৈর পৌরসভার মেয়রের দায়িত্ব পালন করেছেন। বিএনপি করার কারণে তার নামে কোনো মামলা তো দূরের কথা একটা জিডি পর্যন্ত নেই। 

অন্যদিকে দলের দুর্দিনে হামলা-মামলা, জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল। যিনি দলের দুর্দিনে দলকে সুসংগঠিত রেখে সব সময় বিএনপির তৃণমূল নেতাকর্মীদের নিয়ে রাজপথে লড়াই-সংগ্রাম-আন্দোলনে রাজপথে ছিলেন। বিএনপির নীতি-আদর্শ মেনে যিনি দলের সব নির্দেশনায় যথাযথ দায়িত্ব পালন করেছিলেন। সেই ত্যাগী নেতা কাজী সাইয়েদুল আলম বাবুলকে মনোনয়ন থেকে বঞ্চিত করা হয়েছে। এ সময় তারা এই ত্যাগী নেতাকে মূল্যায়ন করতে এবং এ আসনে শতভাগ বিএনপির বিজয় নিশ্চিত করতে আগে ঘোষিত প্রার্থী পরিবর্তন করে কাজী সাইয়েদুল আলম বাবুলকে ধানের শীষে মনোনয়ন দেওয়ার দাবি জানান।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম