Logo
Logo
×

সারাদেশ

আ.লীগ আখ্যা দিয়ে যুবককে আটকের অভিযোগ

Icon

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ১০:৩২ পিএম

আ.লীগ আখ্যা দিয়ে যুবককে আটকের অভিযোগ

কুড়িগ্রামের রৌমারীতে সেলিম রেজা (৩৬) নামের এক ব্যক্তিকে আওয়ামী লীগ আখ্যা দিয়ে আটক করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এ ঘটনায় রৌমারী থানা পুলিশের বিরুদ্ধে কুড়িগ্রাম পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ইকবাল হোসেন সুজন নামে একজন।

রোববার (২১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে থানা চত্বর থেকে তাকে আটক করা হয়।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বন্দবেড় ইউনিয়নের বাঞ্চার চর গ্রামের রমিজ উদ্দিনের সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক ও জমাজমি নিয়ে বিরোধ চলছিল এক পক্ষের। বিরোধপূর্ণ জমির বিষয়ে বাদী ও বিবাদী নিয়ে রোববার (২১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে থানায় সালিশি বৈঠক করে পুলিশ। পরে বৈঠক শেষে থানা থেকে বের হওয়ার সময় বাদী রমিজ উদ্দিনের যোগসাজশে আওয়ামী লীগ আখ্যা দিয়ে বিবাদীপক্ষের সেলিম রেজা নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশ।

অভিযোগকারী ইকবাল হোসেন বলেন, আমার বড় ভাই সেলিম রেজা কোনো রাজনীতির দলের সঙ্গে জড়িত না। সে একজন কৃষক; কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে। পুলিশ শুধুমাত্র অন্যের প্ররোচনায় এবং জমিজমা বিরোধের জেরে তাকে আওয়ামী লীগ আখ্যা দিয়ে আটক করেছে। ভাইয়ের মুক্তিসহ সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।

এ বিষয়ে বন্দবেড় ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের ইউপি সদস্য ময়েজ উদ্দিন বলেন, সেলিম রেজা খুব ভালো ছেলে। সে আওয়ামী লীগ কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নয়। তাকে আওয়ামী লীগ আখ্যা দিয়ে আটক করা পুলিশের ঠিক হয়নি। আটকের বিষয়টি সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন।

অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে রৌমারী থানার ওসি মো. কাওসার আলী বলেন, সেলিম রেজা আওয়ামী লীগের সক্রিয় কর্মী ছিলেন এবং তাকে থানা চত্বর থেকে পুলিশ আটক করে।

এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, স্থানীয় জনপ্রতিনিধি কী বলল এবং পুলিশের বিরুদ্ধে কে কী অভিযোগ দিল- তা আমাদের দেখার বিষয় না। তবে আওয়ামী লীগের পদ-পদবিতে না থাকলেও তিনি ওই রাজনীতির সঙ্গে সক্রিয় ছিলেন।

এ ব্যাপারে জানতে কুড়িগ্রাম পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বির ব্যবহৃত সরকারি মোবাইল নম্বরে একাধিকবার কল করলেও তা ব্যস্ত পাওয়া যায়। পরে হোয়াটসঅ্যাপে একটি বার্তা পাঠালেও কোনো উত্তর দেননি তিনি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম