Logo
Logo
×

সারাদেশ

সাতক্ষীরা-৪ আসনে বিএনপির দুই নেতাসহ চার প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ১০:৩৫ পিএম

সাতক্ষীরা-৪ আসনে বিএনপির দুই নেতাসহ চার প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

ছবি: যুগান্তর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দুজনসহ ৪ প্রার্থী। 

রোববার (২১ ডিসেম্বর) বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র নিয়েছেন বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের মোট চার প্রার্থী। এর মধ্যে বিএনপির দুই নেতা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

মনোনয়নপত্র সংগ্রহকারীদের মধ্যে বিএনপির পক্ষ থেকে রয়েছেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মো. মনিরুজ্জামান। তিনি ধানের শীষের মনোনীত প্রার্থী। অন্যজন জেলা বিএনপির সদস্য মাস্টার আব্দুল ওয়াহেদ।

অন্যদিকে ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী হিসেবে মোস্তফা আল মামুন মনোনয়নপত্র নিয়েছেন ও জামায়াতে ইসলামী মনোনীত সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম বৃহস্পতিবার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানা গেছে।

সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা নির্বাচন কর্মকর্তা সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। তাদের কার্যালয় থেকে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বিএনপির দুই নেতার মনোনয়নপত্র সংগ্রহের বিষয়ে জানতে চাইলে দলটির জেলা সদস্য সোলাইমান কবির বলেন, বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ড. মো. মনিরুজ্জামানই আমাদের চূড়ান্ত প্রার্থী। তিনি শেষপর্যন্ত নির্বাচনে অংশ নেবেন এবং দলীয়ভাবে আমরা সবাই তার পক্ষেই মাঠে কাজ করব।

মনোনয়নপত্র সংগ্রহ করা অন্য বিএনপি নেতার বিষয়ে জানতে চাইলে শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক এই শীর্ষ নেতা বলেন, তিনি দলের একজন সিনিয়র নেতা। তবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তিনি ব্যক্তিগত সিদ্ধান্তে। তিনি (মাস্টার আব্দুল ওয়াহেদ) দলীয় প্রার্থীর চিঠি ইস্যু হলে মনোনয়নপত্র জমা দিবেন না বলে জানিয়েছেন। এতে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই।

শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আশেক এলাহী মুন্না বলেন, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ নির্বাচনে অংশ নেবেন না। মনোনয়নপত্র সংগ্রহ মানেই আলাদা প্রার্থী হওয়া নয়। দল যাকে মনোনয়ন দেবে, সবাই ঐক্যবদ্ধভাবে তার পক্ষে কাজ করবেন।

এ সময় তিনি আরও বলেন, শ্যামনগরে বিএনপি ঐক্যবদ্ধ। ড. মনিরুজ্জামানের পক্ষে আমরা বিএনপির সবপর্যায়ের নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে ভোটের মাঠে নামছি। দলের ভেতরে কোনো বিভাজন নেই।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম