বিএসবিওএ নির্বাচন: চেয়ারম্যান সরওয়ার সেকেন্ড ভাইস জোবাইর
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ১০:৪৪ পিএম
চট্টগ্রাম বন্দর।
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য হ্যান্ডলিং কাজে কর্মরতদের সংগঠন বাংলাদেশ শিপ হ্যান্ডলিং অ্যান্ড বার্থ অপারেটরস অ্যাসোসিয়েশনের (বিএসবিওএ) নির্বাচনে মোহাম্মদ সারওয়ার হোসেন চেয়ারম্যান, আহমেদ আনোয়ার হাসান ফার্স্ট ভাইস চেয়ারম্যান এবং জোবাইর হাসান চৌধুরী (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) সেকেন্ড ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে জাতীয় শোক ঘোষণার কারণে শনিবারের পরিবর্তে রোববার নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচন শেষে বিকালে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান কমডোর (অব.) সৈয়দ আরিফুল ইসলাম, সদস্য হাম্মদ সাইফুল ইসলাম ও সদস্য মুজিবুল হক মুজিবের স্বাক্ষরে ফলাফল প্রকাশ করা হয়। তবে ২৪ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সংগঠনের নির্বাচিত অন্য পরিচালকরা হলেন-আমান উল্লাহ আল ছগীর, আনোয়ার হাসান মজুমদার, লবিবুর রহমান মালেক, মোহাম্মদ আজিজুল হক, হরমুজ শাহ বেলাল, কামরুজ্জামান, মেজবাহ উদ্দিন লাভলু, এসএম মিল্লাত হোসাইন ও সাফায়েত হোসাইন।
