Logo
Logo
×

সারাদেশ

দুই বন্ধুকে করা গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে কুকুরের মুখে বিদ্ধ

Icon

ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ১০:৪৮ পিএম

দুই বন্ধুকে করা গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে কুকুরের মুখে বিদ্ধ

নারায়ণগঞ্জের ফতুল্লায় অপহরণ গুমের বিরুদ্ধে মানববন্ধনে অংশ নেওয়ায় রানা ও অন্তর নামে দুই বন্ধুকে প্রকাশ্যে গুলি করেছে সন্ত্রাসীরা। এ সময় গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে কুকুরের মুখে বিদ্ধ হয়। এতে অল্পের জন্য বেঁচে যান দুজন।

রোববার সন্ধ্যায় ফতুল্লার ইসদাইর রাবেয়া স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

অল্পের জন্য বেঁচে যাওয়া রানার বাবা রিপন জানান, তিনি রাবেয়া স্কুলের কাছে ছেলে রানাকে সঙ্গে নিয়ে পুরাতন কাগজের ব্যবসা করেন। এই এলাকা থেকে নজরুল ইসলাম ও মোবারক নামে দুজন অপহরণের পর গুম হয়েছে। দুই মাসের বেশি সময় তাদের দুজনের কোনো সন্ধান পুলিশ দিতে পারেনি। এ ঘটনায় জড়িত মাদক ব্যবসায়ী রাজ্জাক বাহিনীর কয়েকজনকে গ্রেফতার করা হলেও তাদের গুরুত্বসহকারে জিজ্ঞাসাবাদ করেনি পুলিশ। এতে রোববার সকালে দুই পরিবারের সঙ্গে আমার ছেলে রানা তার বন্ধু অন্তর নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে অংশ নেয়।

এদিন সন্ধ্যার সময় রানা তার বন্ধু অন্তরকে নিয়ে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের কাছেই দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেলে ৩০-৩৫ জন দুর্বৃত্ত মহড়া দেয়। তখন রানা ও অন্তর তাদের সামনে পড়ে। এতে দুজনকে লক্ষ্য করে দুটি গুলি করে সন্ত্রাসীরা। গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে কুকুরের মুখে বিদ্ধ হয়। তখন ভয়ে রানা ও অন্তর মহল্লার গলি দিয়ে দৌড়ে পালিয়ে যায়।

ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মান্নান জানান, খবর পেয়ে ইসদাইর এলাকায় চারদিক ঘিরে রেখে অভিযান চালানো হয়েছে। এখনো অভিযান চলছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম