ঘন কুয়াশায় পাটুরিয়া–দৌলতদিয়া ফেরি চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ১১:৩৫ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ঘন কুয়াশার কারণে পাটুরিয়া–দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। এতে নদীর দুই পাড়ে যানবাহন পারাপারে চরম স্থবিরতা দেখা দিয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) রাত ১০টা থেকে দুর্ঘটনা এড়াতে এই রুটে সব ধরনের ফেরি চলাচল সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।
বাংলাদেশ নৌ পরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা এরিয়া অফিসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ফেরি সেক্টরের দায়িত্বশীল ওই কর্মকর্তা জানান, কুয়াশার প্রকোপ এতটাই তীব্র ছিল যে ফেরি মাস্টাররা নিকটবর্তী কোনো বস্তু পর্যন্ত দেখতে পাচ্ছিলেন না। ফলে যে কোনো ধরনের নৌ-দুর্ঘটনার আশঙ্কা তৈরি হওয়ায় নিরাপত্তার স্বার্থে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
তিনি আরও জানান, ঘন কুয়াশার কারণে পাটুরিয়া প্রান্তের ৩ নম্বর ঘাটে রো-রো ফেরি শাহ মখদুম ও বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নোঙর করে রয়েছে। একই প্রান্তের ৪ নম্বর ঘাটে ফেরি ভাষা শহীদ বরকত এবং যানবাহনবোঝাই ফেরি শাহ পরান নোঙর অবস্থায় রয়েছে।
অন্যদিকে দৌলতদিয়া প্রান্তের ৩ নম্বর ঘাটে ফেরি কুমিল্লা, ৪ নম্বর ঘাটে যানবাহনবোঝাই রো-রো ফেরি এনায়েতপুরী ও ফেরি বাইগার, ৭ নম্বর ঘাটে রো-রো ফেরি খান জাহান আলী, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন এবং ফেরি হাসনাহেনা নোঙর করতে বাধ্য হয়েছে।
ফেরি কর্তৃপক্ষ জানিয়েছে, এ সময় মাঝনদীতে কোনো ফেরি আটকে পড়েনি, যা বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি এড়াতে সহায়ক হয়েছে।
এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় নদীর দুই তীরে শত শত পণ্যবাহী ট্রাক, বাস ও ব্যক্তিগত যানবাহন আটকে পড়েছে। দীর্ঘ সময় অপেক্ষায় থেকে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রী ও চালকদের।
বিআইডব্লিউটিসি সূত্র জানায়, কুয়াশার তীব্রতা কমে এলে এবং নৌপথে দৃশ্যমানতা স্বাভাবিক হলে ফেরি চলাচল পুনরায় শুরু করা হবে।
