ভারতীয় ট্রাক চাপায় বাংলাদেশি যুবক নিহত
যুগান্তর প্রতিবেদন, তাহিরপুর
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ০৪:১১ পিএম
প্রতীকী ছবি।
|
ফলো করুন |
|
|---|---|
সুনামগঞ্জে ভারতীয় কয়লা বোঝাই ট্রাক চাপায় সুলেমান মিয়া (২১) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
সোমবার (২২ ডিসেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে তাহিরপুরের চারাগাঁও স্থল শুল্ক স্টেশনে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত সুলেমান উপজেলার উওর শ্রীপুর ইউনিয়নের চারাগাঁও সীমান্ত গ্রামের মনা মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)’র সুনামগঞ্জের তাহিরপুরের চারাগাঁও বিওপির নিয়ন্ত্রিত কাষ্টমস রোডের চারাগাঁও স্থল স্টেশনে ভারতীয় রফতানীকারক প্রতিষ্ঠান গ্রীল উইজ মারউয়িন নামক একটি প্রতিষ্ঠানের ১২ হাজার কেজি কয়লা ধারণক্ষমতা সম্পন্ন ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী সুলেমানকে চাঁপা দেয়। ওই সময় রোডেই শরীরের বিভিন্ন অংশ থেতলে গিয়ে সুলেমান মৃত্যুর কোলে ঢলে পড়েন।
বিজিবি, কাষ্টমস, আমদানিকার প্রতিষ্ঠানের নজর এড়িয়ে রহস্যজনকভাবে ভারতীয় ট্রাক ড্রাইভার, হেলপার ভারতে পালিয়ে গেলে জনতা ঘাতক ট্রাকটিকে শাহীন চৌধুরীর আমদানিকারক প্রতিষ্ঠান চৌধুরী ইন ট্রেড নামক ডিপোতে আটকে রাখেন।
এরপর ভারতীয় কয়লাসহ থানা পুলিশ ট্রাকটিকে জব্দ করে।
সুনামগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল এই তথ্য নিশ্চিত করেন জানান, থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠাবে এবং আপাতত কয়লাসসহ ট্রাক জব্দ করে থানায় একটি নিয়মিত মামলা রুজুর জন্য ওসিকে নির্দেশনা দেওয়া হয়েছে।

