Logo
Logo
×

সারাদেশ

বিভীষণ সীমান্ত দিয়ে আবারও অবৈধ অনুপ্রবেশের অভিযোগ

Icon

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ০৬:৫২ পিএম

বিভীষণ সীমান্ত দিয়ে আবারও অবৈধ অনুপ্রবেশের অভিযোগ

মাত্র এক সপ্তাহের ব্যবধানে আবারও চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বিভীষণ সীমান্ত দিয়ে ৫ জনের অবৈধ অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। তবে বিজিবি তাদের আটক করতে পারিনি। ফলে তারা বাংলাদেশি না ভারতীয় নাগরিক তা নিশ্চিত হওয়া যায়নি।

সোমবার ভোরে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) বিভীষণ বিওপির আওতাধীন এলাকা দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করে। তাদের মধ্যে ৩ জন নারী, ১ জন পুরুষ এবং ১ শিশু ছিল বলে জানা গেছে। এ সময় তাদের স্থানীয়রা জিজ্ঞাসাবাদ করলে তারা ভারতীয় এবং ভারত থেকে এসেছে বলে জানায়।

স্থানীয়রা জানান, ওই সীমান্তের বাংলাদেশের অভ্যন্তরে দামইল-টমপাড়া সড়কে তাদের দেখতে পেয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।  বিষয়টি স্থানীয় যুবক এসকে সোহেল আহমেদ তার ফেসবুক পেজে শেয়ার করে।

এ বিষয়ে ১৬ বিজিবির বিভীষণ বিওপি কমান্ডার আব্দুল হান্নানের সঙ্গে মোবাইল ফোন যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি তাদের জানা নেই।

গোমস্তাপুর থানার এসআই গৌরাঙ্গ মোহন রায় জানান, তাদের কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই বলে জানান।

প্রসঙ্গত, এ সীমান্ত দিয়ে গত ১৪ ডিসেম্বর ভারত থেকে অবৈধভাবে অনুপ্রবেশ করা ১৫ বাংলাদেশিকে আটক করে বিজিবি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম