Logo
Logo
×

সারাদেশ

ইয়াছিন বিএনপির মনোনয়ন পেলে আমি স্বতন্ত্র প্রার্থী হবো: সাক্কু

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৩ পিএম

ইয়াছিন বিএনপির মনোনয়ন পেলে আমি স্বতন্ত্র প্রার্থী হবো: সাক্কু

কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র এবং বহিষ্কৃত বিএনপি নেতা মনিরুল হক সাক্কু বলেছেন, কুমিল্লা-৬ আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজি আমিনুর রশীদ ইয়াছিনকে বিএনপির মনোনয়ন দেওয়া হলে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করব। আর মনিরুল হক চৌধুরীর মনোনয়ন বহাল থাকলে আমি তার পক্ষে কাজ করব।

সোমবার দুপুরে নগরীর নানুয়ার দীঘিরপাড় এলাকায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

রোববার সাক্কুর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। তিনি বলেন, আমি যেহেতু বিএনপির মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরীর পক্ষে মাঠে কাজ করছি সেই জায়গায় আমার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র ক্রয় করা সঠিক হয়নি। এজন্য আমি আপনাদের ডেকে এই ভুল স্বীকার করছি। 

সাক্কু বলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজি আমিনুর রশীদ ইয়াছিন তার শ্যালক নিজাম উদ্দিন কায়সারকে সিটি নির্বাচনে দাঁড় করিয়ে আমাকে দুই-দুইবার ফেল করিয়েছেন। তাই তখন আমি প্রতিজ্ঞা করেছিলাম যারা দলকে ব্যবহার করে মানুষের ক্ষতি করে- সুযোগ পেলে তাদের ব্যাপারে আমি উপযুক্ত জবাব দেব। 

রোববার আমার পক্ষ থেকে মনোনয়ন ফরম ক্রয় করা হয়েছিল। আমি যেহেতু মনিরুল হক চৌধুরীর জন্য কাজ করছি তাই আমার মনোনয়ন ক্রয় করা সঠিক হয়নি।

সাক্কু বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি কুমিল্লা-৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলাম। আমি তো দল থেকে বহিষ্কৃত তাই দলের মহাসচিব আমাকে আলাদাভাবে ডাকাইছেন। আমি কুমিল্লার সাংগঠনিক অবস্থা তাকে জানিয়েছি। 

আমি মহাসচিবকে বলেছি আমাকে যদি মনোনয়ন না দেন তাহলে মনিরুল হক চৌধুরীকে দিতে হবে। 

মহাসচিব আমাকে প্রশ্ন করেছিলেন- তুমি নির্বাচনে দাঁড়াতে চাও কেন? তখন আমি উনাকে বলেছি যে, সবারই একটি স্বপ্ন থাকে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করা। আমি তো স্থানীয় সরকার প্রতিনিধি ছিলাম। এ সময় মহাসচিবের কাছে কুমিল্লার সাংগঠনিক অবস্থা তুলে ধরেছি এবং কুমিল্লার সব রাজনৈতিক পারিপার্শ্বিক বিষয়গুলো তুলে ধরেছি। 

তিনি বলেন, আগামী নির্বাচনে বিএনপি থেকে হাজী ইয়াছিনকে মনোনয়ন দিলে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করব। আর মনিরুল হক চৌধুরী সাহেবের মনোনয়ন অব্যাহত থাকলে তাকে বিজয়ী করার লক্ষ্যে আমি কাজ করব। মনির চৌধুরীকে বিপুল ভোটে বিজয়ী করব।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম