ব্রাহ্মণবাড়িয়া-৪
‘বিএনপির বঞ্চিত নেতার’ মনোনয়নপত্র সংগ্রহ
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ০৭:০০ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) সংসদীয় আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বঞ্চিত নেতা, জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভূঁইয়া।
সোমবার (২২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার তাপসী রাবেয়ার অফিস থেকে এ ফরম সংগ্রহ করা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের মনোনয়ন চেয়েছিলেন কবির আহমেদ। তবে এ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমান। এ আসনে আরও একাধিক বিএনপি নেতা মনোনয়নপ্রত্যাশী ছিলেন। কিন্তু দলীয় মনোনয়ন ঘোষণার পর অন্যরা মাঠ থেকে সরে গেলেও কবির আহমেদ ভূঁইয়া গণসংযোগ এবং প্রচার অব্যাহত রেখেছেন।
সোমবার কবির আহমেদ ভূঁইয়ার পক্ষে মনোনয়নপত্র তুলেছেন আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দু, সাধারণ সম্পাদক ডা. খোরশেদ আলম ভূঁইয়া, পৌর বিএনপির সভাপতি সেলিম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আক্তার খান, উপজেলা যুবদলের সদস্য সচিব মহসিন আহমেদ ভূঁইয়া, পৌর যুবদলের সদস্য সচিব হুমায়ুন রহমান নয়নসহ দলীয় নেতাকর্মীদের একাংশ।
জয়নাল আবেদীন আব্দু বলেন, আখাউড়া ও কসবা এ দুই উপজেলার নেতাকর্মীদের বড় অংশই চান মনোনয়ন পুনঃবিবেচনা করে কবির আহমেদ ভূঁইয়াকে প্রার্থী করবে বিএনপি। নেতাকর্মীরা মনে করেন, ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষদিনের আগে অনেক কিছু ঘটে যাবে। তাদের বিশ্বাস দল কবির আহমেদ ভূঁইয়াকে বঞ্চিত করবে না। তাই তার নেতাকর্মী ও সমর্থকরা মনোনয়নপত্র উত্তোলন করেছেন।
