যমুনা নদীর একটি ড্রেজারে গণঅধিকার পরিষদ নেতার লাশ
বেলকুচি-চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ০৭:০২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
সিরাজগঞ্জের এনায়েতপুরে গণঅধিকার পরিষদের এক নেতার মরদেহ উদ্ধার করেছে চৌহালী থানা নৌ-পুলিশ। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরের দিকে জালালপুর ইউনিয়নের পাড়ামোহনপুর এলাকায় যমুনা নদীর একটি ড্রেজার থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
নিহত হাপিজুল ইসলাম হাপিজ (৩১) এনায়েতপুর থানা গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এবং বাঐখোলা গ্রামের কমল মুন্সীর ছেলে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, হাপিজ নামে পরিচিত এই গণঅধিকার পরিষদ নেতাসহ বেশ কয়েকজন মিলে জালালপুর, আড়কান্দি ও পাড়ামোহনপুরসহ আশপাশের এলাকায় বালির ব্যবসা করে আসছেন।
রোববার রাতে একটি ড্রেজারের বাল্কহেডের ইঞ্জিনের অংশে সহযোগীদের সঙ্গে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। সোমবার সকালে তার মৃত্যুর বিষয়টি জানাজানি হলে এনায়েতপুর থানা ও চৌহালী নৌ-পুলিশ ঘটনাস্থলে যায়।
চৌহালী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফিরোজ উদ্দিন যুগান্তরকে জানান, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে এটাকে স্বাভাবিক মৃত্যু মনে হচ্ছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা হচ্ছে।
