খুলনা ক্লাবের সভাপতি টপি, সহ-সভাপতি গালিব নির্বাচিত
খুলনা ব্যুরো
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ০৭:০৪ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
খুলনা ক্লাব লিমিটেডের ২০২৬ সালের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। ক্লাবটির সভাপতি পদে সরফুজ্জামান (টপি) এবং সহ-সভাপতি পদে গালিব কাপাদিয়া নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ক্লাবের নিজস্ব প্রাঙ্গণে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। ক্লাবের মোট ৬১৫ জন ভোটারের মধ্যে ৩৫৫ জন সদস্য এই ভোটে উপস্থিত থেকে ভোটাধিকার প্রয়োগ করেন।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে ৯ জন নির্বাচিত হয়েছেন। তারা হলেন— ডা. শেখ মো. রেজওয়ান, সৈয়দ মাসুম জাফর, ডা. মো. মাহমুদ হাসান লেনিন, ইঞ্জিনিয়ার সাফায়েত আব্দুল্লাহ (রুসো), মেজর (অব.) ইমতিয়াজ আহমেদ, এহসান হায়দার চৌধুরী (বিপু), মোহাম্মদ হাফিজুল ইসলাম চন্দন, মো. ওহিদুজ্জামান এবং মো. আমিনুল ইসলাম।
