লক্ষ্মীপুর-৪
সাবেক এমপি আশরাফ উদ্দিন নিজানের মনোনয়নপত্র সংগ্রহ
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ০৭:০৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ-শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজান।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে রামগতি উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও নির্বাহী অফিসার নিলুফার ইয়াসমিন নিপার কার্যালয় থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।
এ সময় রামগতি উপজেলা বিএনপির সভাপতি ডা. জামাল উদ্দিন, সম্পাদক সিরাজ উদ্দিন, রামগতি পৌর বিএনপির সভাপতি সাহেদ আলী পটু, সাধারণ সম্পাদক মুর্তজা আল আমিন, চর আলগী ইউনিয়ন বিএনপির সভাপতি তানভীর আহম্মেদ জুয়েন উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র সংগ্রহ প্রসঙ্গে আশরাফ উদ্দিন নিজান যুগান্তরকে বলেন, আমি বিগত ২৮ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছি। মাত্র ৩৪ বছর বয়সে এ আসন থেকে আমি ধানের শীষ প্রতীক নিয়ে ভোট করেছি। জনগণকে বলেছিলাম এমপি নির্বাচিত হলে মামলা-হামলামুক্ত রামগতি-কমলনগর উপহার দিব। আমি আমার কথা রেখেছিলাম। যে কারণে জনগণ আমাকে ২০০৮ সালেও ভোট দিয়ে সংসদে পাঠিয়েছেন। এখানকার মাটি ও মানুষের সঙ্গে আমার আত্মার সম্পর্ক। একইভাবে বিএনপির হাইকমান্ড দলের প্রতি আমার ত্যাগ, সততা ও আনুগত্যের ফল হিসেবে দল আমাকে মূল্যায়ন করেছে; আশা করছি এখানকার মানুষ আমাকে এবারও মূল্যায়ন করবেন।
