Logo
Logo
×

সারাদেশ

জয়পুরহাটে দুটি আসনে ১১ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

Icon

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৯ পিএম

জয়পুরহাটে দুটি আসনে ১১ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

ছবি: যুগান্তর

জয়পুরহাট জেলার দুটি আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জামায়াতে ইসলামী ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোট ১১ জন সংসদ সদস্য পদপ্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে জয়পুরহাট-১ আসনে ৬ ও জয়পুরহাট-২  আসনে ৫ জন প্রার্থী রয়েছেন।

সোমবার (২২ ডিসেম্বর) জেলা নির্বাচন কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।

মনোনয়নপত্র সংগ্রহকারীরা হলেন- জয়পুরহাট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদ রানা প্রধান, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ফজলুর রহমান সাঈদ, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মনোনীত প্রার্থী সুলতান মোহাম্মদ শামসুজ্জামান, স্বতন্ত্র প্রার্থী জালাল উদ্দিন মন্ডল, আতাউর রহমান ও মো. ঈসা আলেক।

জয়পুরহাট-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. আব্দুল বারী, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এসএম রাশেদুল আলম, স্বতন্ত্র প্রার্থী সাবেক বিএনপি দলীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, মো. আব্বাস আলী ও সিরাজুল ইসলাম।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম