রেলক্রসিংয়ের পাশের গাছে জজ আদালতের সেরেস্তাদারের ঝুলন্ত লাশ
ফেনী প্রতিনিধি
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ১০:৩১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ফেনীর জজ আদালতের সেরেস্তাদার মো. এনামুল হকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরের দিকে ফেনী সদর উপজেলার ফতেহপুর রেলক্রসিং সংলগ্ন একটি গাছে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতাল মর্গে নেওয়া হয়।
মৃত মো. এনামুল হক (৫০) ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের মাথিয়ারা গ্রামের ফজলুল হক ড্রাইভার বাড়ির ফজলুল হকের ছেলে। তিনি দীর্ঘদিন ফেনী আদালতের যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালতের সেরেস্তাদার পদে চাকরি করতেন। তিনি ফেনী পৌরসভার আলীমুদ্দিন সড়কের মোমেনা ম্যানশনের ৩য় তলায় ভাড়া থাকেন।
পুলিশ, নিহতের পরিবার ও এলাকাবাসী জানান, এনামুল সকাল ৭টার দিকে ঘর থেকে বের হন। দুপুর ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথ ও মহাসড়কের ফতেহপুর রেলক্রসিং সংলগ্ন রাস্তার পাশে একটি গাছের সঙ্গে এনামুলের মরদেহ দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ শনাক্ত শেষে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে আসে।
নিহতের ছেলে এহসানুল হক সৈকত (২২) জানান, তার বাবা সকাল ৭টার দিকে ঘর থেকে বের হন। পরে এলাকার লোকজন খবর দিলে ঘটনাস্থলে এসে বাবার লাশ দেখতে পাই। আমার বাবাকে কেউ হত্যা করে গলায় ফাঁস লাগিয়ে গাছের সঙ্গে ঝুলিয়ে রেখেছে। আমার বাবার সঙ্গে কারও কোনো বিরোধ ছিল না। আমি আমার বাবার খুনিদের বিচার চাই।
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। পুলিশের বিভিন্ন টিম ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে। কিভাবে তার মৃত্যু হয়েছে তা এখনো বলা যাচ্ছে না। বিষয়টি তদন্ত করলে বিস্তারিত জানা যাবে।
