Logo
Logo
×

সারাদেশ

বগুড়া-৭ আসনে খালেদা জিয়ার পক্ষে আরও দুটি মনোনয়ন ফরম উত্তোলন

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ১০:৩৯ পিএম

বগুড়া-৭ আসনে খালেদা জিয়ার পক্ষে আরও দুটি মনোনয়ন ফরম উত্তোলন

বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আরও দুটি মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে। এ আসনে বেগম খালেদা জিয়ার নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী ও তার উপদেষ্টা পরিষদের সদস্য হেলালুজ্জামান তালুকদার লালুর নেতৃত্বে সোমবার দুপুরে মনোনয়নপত্র দুটি সংগ্রহ করা হয়।

নেতাকর্মীরা জানান, সোমবার বেলা সাড়ে ১২টার দিকে গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ হাফিজুর রহমানের কাছে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

এ সময় গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন, শাহজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, গাবতলী পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম, গাবতলী পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে গাবতলী উপজেলা পরিষদ চত্বরে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের প্রার্থী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এরপর বেগম খালেদা জিয়ার নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী ও উপদেষ্টা পরিষদের সদস্য হেলালুজ্জামান তালুকদার লালুর নেতৃত্বে নেতাকর্মীরা শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার তাইফুর রহমানের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এ সময় উল্লিখিত নেতারা ছাড়াও বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকরা উপজেলা পরিষদ চত্বরে উপস্থিত ছিলেন। তাদের মাঝে উৎসবের আমেজ দেখা দেয়।

এর আগে গত রোববার দুপুরে একই আসনে বেগম খালেদা জিয়ার পক্ষে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিমের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু।

বগুড়া গাবতলী উপজেলা নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান জানান, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে প্রার্থী হবেন। নেতারা তার পক্ষে তিন স্থান থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন; কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে একস্থানে প্রার্থীর স্বাক্ষর সম্বলিত একটি ফরম জমা দিতে হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম