Logo
Logo
×

সারাদেশ

আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

Icon

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ১০:৪৮ পিএম

আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের মান্দারকান্দি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের লোকজনের মধ্যে ভয়াবহ সংঘর্ষে হয়েছে। সোমবার বিকালে প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন।

আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ১০ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী ও নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মান্দারকান্দি গ্রামের ইদ্রিছ মিয়া ও শামু ভট্টাচার্যের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল। এ অবস্থায় বিকালে স্থানীয় বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইদ্রিছ মিয়া ও শামু ভট্টাচার্যের মধ্যে বাগবিতণ্ডা হয়। এ ঘটনায় খবর পেয়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে পড়ে।

নবীগঞ্জ থানার ওসি মোনায়েম মিয়া জানান, ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করি। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম