Logo
Logo
×

সারাদেশ

জান্নাতুলের মেডিকেলে পড়াশোনার দায়িত্ব নিলেন তারেক রহমান

Icon

সেনবাগ প্রতিনিধি

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ১০:৫৪ পিএম

জান্নাতুলের মেডিকেলে পড়াশোনার দায়িত্ব নিলেন তারেক রহমান

নোয়াখালীর সেনবাগ উপজেলার ডমুরুয়া ইউপির কৈয়াজলা গ্রামের পিতৃহীন জান্নাতুল আরেফিনের মেডিকেল কলেজে পড়াশোনার সকল দায়িত্ব নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সম্প্রতি প্রকাশিত ফলাফলে জান্নাতুল আরেফিন সাতক্ষীরা মেডিকেল কলেজে এবার সরকারিভাবে ভর্তির সুযোগ পান; কিন্তু আর্থিক অনটনের সংসারে ভর্তির অনিশ্চয়তার সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের।

খুশির এ খবরটি জানাতে সোমবার বিকালে আরেফিনের গ্রামের বাড়িতে হাজির হন নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত ধানের শীষের প্রার্থী, সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

জান্নাতুল আরেফিনের পারিবারিক সূত্রমতে, ২০১৯ সালে জান্নাতুল আরেফিনের পিতা আবদুল ওয়াদুদ মারা যান। এরপর তার মা সাহিদা আক্তারের অনুপ্রেরণায় জান্নাতুল আরেফিন আজকে এ পর্যায়ে পৌঁছেছে। জান্নাতুল আরেফিন স্থানীয় গাজীরহাট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ফেনী জিয়া মহিলা কলেজ থেকে এইচএসসিতে জিপিএ-৫ অর্জন করেন। তিন বোন, এক ভাইয়ের মধ্যে জান্নাতুল আরেফিন সবার বড়। তিনি সবার দোয়া কামনা করেছেন।

এ সময় সেনবাগ উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার হোসেন পাটোয়ারী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন, সেনবাগ পৌর বিএনপির সদস্য সচিব মোহাম্মদ শহীদুল্লাহ,  সেনবাগ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিয়া মোহাম্মদ ইলিয়াছ, সেনবাগ উপজেলা বিএনপির আবুল বাহার, সেনবাগ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরনবী বাচ্চু, সেনবাগ উপজেলা মহিলা দলের সভানেত্রী সুফিয়া আক্তার মনি প্রমুখ উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম