Logo
Logo
×

সারাদেশ

কিশোর গ্যাং ‘অবসরপ্রাপ্ত মাফিয়ার’ ৯ সদস্য আটক

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ১০:৫৭ পিএম

কিশোর গ্যাং ‘অবসরপ্রাপ্ত মাফিয়ার’ ৯ সদস্য আটক

সিলেটে ‘অবসরপ্রাপ্ত মাফিয়া’ নামের কিশোর গ্যাংয়ের একটি বলয়ের ৯ জন সদস্যকে আটক করা হয়েছে। নগরীর বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সোমবার জানায়, গত রোববার রাত আনুমানিক সোয়া ১২টার দিকে এক সদস্যকে দুটি চাকুসহ আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কোতোয়ালি মডেল থানাধীন বিভিন্ন আবাসিক এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে একই গ্যাংয়ের আরও আটজন সদস্যকে আটক করে পুলিশ। এ নিয়ে অভিযানে মোট ৯ জনকে আটক করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে।

তিনি জানান, মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম