বিএনপির প্রস্তুতি সভা: ব্যানারে নাম না থাকায় ইয়াছিন সমর্থকদের হট্টগোল
কুমিল্লা ব্যুরো
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ১০:৫৮ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রস্তুতি সভার ব্যানারে দলের চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশীদ ইয়াছিনের নাম না থাকায় হট্টগোল করেছেন তার সমর্থকরা। পরে নাম সংযোজন করে অনুষ্ঠান চালানো হয়।
সোমবার (২২ ডিসেম্বর) বিকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে অংশগ্রহণ করার লক্ষ্যে নগরীর শিল্পকলা একাডেমির এক প্রস্তুতি সভায় এ ঘটনা ঘটে।
সভায় কুমিল্লা দক্ষিণ জেলা মহানগর এবং উপজেলাসহ সংশ্লিষ্ট ইউনিটের শীর্ষ পাঁচজন করে নেতা উপস্থিত ছিলেন। এতে অতিথি ছিলেন কুমিল্লা-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী হাজী জসিম উদ্দিনসহ সিনিয়র নেতারা।
জানা গেছে, সভার শুরুতে ব্যানারে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াছিনের নাম না থাকায় তার সমর্থকরা হট্টগোল শুরু করেন। এ সময় ব্যানার পরিবর্তন করে হাজী ইয়াছিনের নাম সংযুক্ত করে সভার কার্যক্রম শুরু করা হয়। সভা শেষে প্রধান অতিথি মনিরুল হক চৌধুরী বক্তব্য দেওয়ার সময় ইয়াছিন সমর্থকরা ফের হট্টগোল শুরু করেন। এ সময় ব্যাপক উত্তেজনা দেখা দেয়।
কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেন, হাজী আমিনুর রশীদ ইয়াছিন দীর্ঘদিন ধরে কুমিল্লা দক্ষিণ জেলা এবং মহানগর বিএনপির অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন অনুষ্ঠানের প্রস্তুতি সভার ব্যানারে ইয়াছিন ভাইয়ের নাম না থাকায়
নেতাকর্মীরা উত্তেজিত হয়ে পড়েন। পরে আমিসহ অন্য নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন বলেন, এখানে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গুরুত্বপূর্ণ। আমাদের সবাইকে শৃঙ্খলা মেনে চলতে হবে। ব্যক্তিস্বার্থের চেয়ে দলের স্বার্থকে প্রাধান্য দিতে হবে। ব্যানারে নাম নিয়ে হট্টগোল করা ঠিক না।
