|
ফলো করুন |
|
|---|---|
রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে বিএনপি মনোনয়ন দিয়েছে জেলা বিএনপির সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডলকে। গত ৩ নভেম্বর দলীয় মনোনয়ন ঘোষণার পরদিন থেকেই এ আসনের মনোনয়নপ্রত্যাশী বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা লাগাতার কর্মসূচি পালন করেছেন।
এবার দলীয় প্রার্থীর বিপরীতে আরও ৫ জন মনোনয়ন বঞ্চিত নেতা মনোনয়নপত্র উত্তোলন করেন। আরও দুইজন মনোনয়নপত্র উত্তোলন করবেন বলে ঘোষণা দিয়েছেন। ফলে মনোনীত প্রার্থীসহ রাজশাহীর এ আসনেই বিএনপির প্রার্থী সংখ্যা দাঁড়াবে হাফ ডজন।
দলীয় প্রার্থীর ছড়াছড়িতে যেমন অস্বস্তিতে পড়েছেন মনোনীত প্রার্থী তেমনি বিব্রতকর অবস্থায় পড়েছেন বিএনপির নেতাকর্মীরা।
জানা গেছে, কেউ কাউকে ছাড় দিতে প্রস্তুত নয়।
দলীয় সূত্রে আরও জানা গেছে, গত ১৮ ডিসেম্বর মনোনয়নপত্র উত্তোলন করেন মনোনীত প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম। সোমবার পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র উত্তোলন করেছেন- উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আল মামুন খান, রাজশাহী জেলা শ্রমিক দলের সভাপতি রোকনুজ্জামান আলম, পুঠিয়া উপজেলা বিএনপির সদস্য ইসফা খায়রুল হক শিমুল ও পুঠিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আবু বকর সিদ্দিক।
এর আগে গত ১৮ ডিসেম্বর এ আসনে মনোনয়নপত্র উত্তোলন করেন সাবেক এমপি প্রয়াত নাদিম মোস্তফার ছেলে জুলকার নাঈম মোস্তফা বিস্ময়। ফলে দলীয় প্রার্থীসহ রাজশাহী-৫ আসনে বিএনপির মোট ৬ জন নেতা মনোনয়নপত্র উত্তোলন করলেন।
পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আল মামুন খান বলেন, আমি সাধারণ মানুষের দাবির মুখে মনোনয়নপত্র তুলেছি। এ আসনে এখনো চূড়ান্ত মনোনয়ন ঘোষণা হয়নি। তারেক রহমান দেশে আসার পর চূড়ান্ত ঘোষণা হবে। আমরা জনগণের রাজনীতি করি। সেই আশাতেই মনোনয়নপত্র তুলেছি।
