Logo
Logo
×

সারাদেশ

ফরিদপুরে সাঁড়াশি অভিযানে গ্রেফতার ১৪৯

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ১১:০১ পিএম

ফরিদপুরে সাঁড়াশি অভিযানে গ্রেফতার ১৪৯

প্রতীকী ছবি: যুগান্তর

ফরিদপুরে গত ৫ দিনে সাঁড়াশি অভিযান চালিয়ে কৃষক লীগ নেতাসহ ১৪৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। নিয়মিত মামলা, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ও চুরিসহ বিভিন্ন অভিযোগে জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শামছুল আজম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গত ৪৮ ঘণ্টায় ফরিদপুর সদরসহ বোয়ালমারী, আলফাডাঙ্গা, মধুখালী, ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন, নগরকান্দা ও সালথা উপজেলার বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালানো হয়। এতে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত, পলাতক, মাদক কারবারি এবং চুরি ও অন্যান্য অপরাধে জড়িত সন্দেহভাজনদের গ্রেফতার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। 

এর আগে একই অভিযানের ধারাবাহিকতায় গত ৪ দিনে ১২০ জনকে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিকভাবে গ্রেফতারদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি পুলিশ কর্মকর্তা।

এ বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শামছুল আজম বলেন, গত ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে নিয়মিত মামলা, চুরি, ওয়ারেন্ট, মাদকসহ বিভিন্ন মামলায় ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ অভিযান চলবে। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম