Logo
Logo
×

সারাদেশ

খুলনায় এনসিপি নেতাকে গুলি, সাতক্ষীরা সীমান্তে বিজিবির সতর্কতা

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ১১:০১ পিএম

খুলনায় এনসিপি নেতাকে গুলি, সাতক্ষীরা সীমান্তে বিজিবির সতর্কতা

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অঙ্গসংগঠন শ্রমিক শক্তির বিভাগীয় আহ্বায়ক মোতাহেব শিকদারকে গুলি করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার পর হামলাকারীরা যাতে সীমান্ত দিয়ে পার্শ্ববর্তী দেশে পালিয়ে যেতে না পারে, সেজন্য সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরসহ পার্শ্ববর্তী সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও সীমান্ত সিল করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২২ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে খুলনার সোনাডাঙ্গা এলাকায় মোতাহেব শিকদারের ওপর এ হামলার ঘটনা ঘটে। সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে তিনি গুরুতর আহত হন। গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খুলনায় হামলার খবর ছড়িয়ে পড়ার পরপরই সাতক্ষীরা সীমান্তে কঠোর নজরদারি শুরু করেছে বিজিবি। সীমান্তের শূন্যরেখা থেকে ১৫০ গজ পর্যন্ত সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এমনকি কৃষিকাজের জন্যও কাউকে সীমান্তে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, বিজিবি ৩৩ ব্যাটালিয়নের পক্ষ থেকে সীমান্তে অতিরিক্ত তল্লাশি চৌকি (চেকপোস্ট) স্থাপন ও টহল বাড়ানো হয়েছে। সীমান্তের প্রতিটি প্রবেশপথে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের নিবিড়ভাবে তল্লাশি করা হচ্ছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম