নীলফামারী-৪ আসন
মনোনয়নপত্র সংগ্রহ করলেন সাবেক এমপি ও তার ছেলে
সৈয়দপুর প্রতিনিধি
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ১১:০৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
স্বতন্ত্র প্রার্থী হিসেবে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসন থেকে সাবেক সংসদ সদস্য সিদ্দিকুল আলম ও তার ছেলে ইরফান আলম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এছাড়া স্বতন্ত্র হিসেবে মনোনয়ন নিয়েছেন রিয়াদ আরফান সরকার রানা, এসএম মামুনুর রশিদ ও মো. শাহরিয়ার ফেরদৌস।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারীর চারটি আসন থেকে এখন পর্যন্ত বিভিন্ন দল ও স্বতন্ত্র মিলিয়ে ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সোমবার (২২ ডিসেম্বর) বিকালে জেলা নির্বাচন কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বিএনপি এখনো নীলফামারী-১ ও ৩ আসনে প্রার্থীর নাম ঘোষণা না করায় এসব আসনে দলটির কেউ মনোনয়নপত্র নেননি। জামায়াত তিনটি আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেও নীলফামারী-৪ আসনে নেয়নি। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ২ ও ৩ আসনে প্রার্থী ঘোষণা করলেও এখনো মনোনয়নপত্র সংগ্রহ করেনি।
সংগৃহীত মনোনয়নপত্রের মধ্যে জামায়াতের ৩টি, বিএনপির ২টি, ইসলামী আন্দোলনের ৪টি, জমিয়তে ওলামায়ে ইসলামের ১টি এবং স্বতন্ত্র ৫টি।
বিএনপির প্রার্থীরা হলেন- নীলফামারী-২ আসনে আবুল হাসনাত মো. সাইফুল্লাহ ও নীলফামারী-৪ আসনে আব্দুল গফুর সরকার। জামায়াতের প্রার্থীরা হলেন- নীলফামারী-১ আসনে মাওলানা আব্দুস সাত্তার, নীলফামারী-২ আল ফারুক আব্দুল লতিফ ও নীলফামারী-৩ মাওলানা ওবায়দুল্লাহ সালাফী। ইসলামী আন্দোলনের প্রার্থীরা চারটি আসনেই মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা লুৎফুল কবীর সরকার জানান, মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের শেষ দিন ২৯ ডিসেম্বর। যাচাই-বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি।
