যাত্রী ওঠানামাকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ১১:০৮ পিএম
প্রতীকী ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
নেত্রকোনার পূর্বধলায় অটোস্ট্যান্ডে যাত্রী ওঠানামাকে কেন্দ্র করে সংঘর্ষে জিহাদুল (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (২২ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে পূর্বধলা চৌরাস্তা মোড়ে ইলাসপুর এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার।
নিহত জিহাদুল ইসলাম পূর্বধলার সদর ইউনিয়নের ইলাসপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। তিনি দুই সন্তানের বাবা। নিহত জিহাদুল পেশায় ট্রাকচালক ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার চৌরাস্তা অটোস্ট্যান্ডে জারিয়াগামী অটোতে দুই যাত্রী উঠাতে গেলে স্থানীয় আরেক অটোচালক নিজাম উদ্দিন বাধা দেন। একপর্যায়ে দুই অটোচালকের মধ্যে বাগবিতন্ডার সৃষ্টি হয়।
পরে উত্তেজনাবশত জারিয়াগামী অটোচালককে মারধর শুরু করে।
আহত অটোচালক জিহাদুলের পূর্ব পরিচিত হওয়ায় তার কাছে বিচার দেন। জিহাদুল নিজাম উদ্দিনের কাছে মারধরের কারণ জানতে চাইলে, তাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে, একপর্যায়ে জিহাদুল ও নিজাম উদ্দিনের মধ্যে হাতাহাতি শুরু হয়। এ সময় স্থানীয় লোকজন ঝগড়া বিবাদ থামিয়ে উভয় পক্ষকে বাড়িতে ফিরিয়ে দেন।
কিছুক্ষণ পর নিজাম উদ্দিন ও তার ভাই শাহাবুদ্দিন তাদের বাড়ির মহিলাদের সঙ্গে নিয়ে দেশীয় অস্ত্রসহ জিহাদুলের ওপর হামলা করে। এতে দুপক্ষের সংঘর্ষ বেধে যায়। এ সময় নিজাম উদ্দিনের হাতে থাকা শাবলের আঘাতে জিহাদুল গুরুতর আহত হন। অন্যদিকে নিজাম উদ্দিনের বড় ভাই শাহাবুদ্দিনও আহত হন।
স্থানীয়দের সহযোগিতায় জিহাদুলের পরিবারের লোকজন তাকে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল পরিদর্শন করে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার বলেন, অটোর যাত্রী ওঠানামা ও ভাড়াকে কেন্দ্র করে নিজাম উদ্দিন ও তার ভাতিজা জিহাদুলের মধ্যে তর্কবিতর্ক হয়, আমরা এসে জানতে পারি তাদের আগে থেকেই জমিজমা নিয়ে পূর্বশত্রুতা ছিল। নিজাম উদ্দিন ও তার পরিবারের লোকজন জিহাদুলের ওপর হামলা এবং তার মাথায় আঘাত করে, এতে তার মৃত্যু হয়।
