Logo
Logo
×

সারাদেশ

ভয়াবহ আগুনে ১১ ঘর পুড়ে ছাই

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ০১:২৪ পিএম

ভয়াবহ আগুনে ১১ ঘর পুড়ে ছাই

গাজীপুরের শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ির ১১টি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই।

গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ির ১১টি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টায় জৈনা বাজার কলেজ রোডের পাশে ব্যবসায়ী রফিকুল ইসলাম রবির ভাড়া বাসার একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে সবকটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিক হিসাব অনুযায়ী, অগ্নিকাণ্ডে ৭০–৮০ লাখ টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভাড়াটিয়া ভুক্তভোগী মোফাজ্জল হোসেন বলেন, সবার ঘুমানো অবস্থায় হঠাৎ একটি তালাবদ্ধ ঘর থেকে আগুন লেগে যায়। পরনের কাপড় ছাড়া কিছুই বের করতে পারিনি। আমি গার্মেন্টসে চাকরি করি, সারা জীবনে যা সঞ্চয় করেছি সব শেষ হয়ে গেছে। নগদ টাকা, মোবাইল ফোন, ফার্নিচার, স্বর্ণালংকারসহ সব কিছুই পুড়ে গেছে।   

বাড়ির মালিক রফিকুল ইসলাম রবি বলেন, সকাল সাড়ে ৬টার দিকে ভাড়া বাসার একটি তালাবদ্ধ কক্ষে হঠাৎ আগুন লাগে। মুহূর্তেই আগুন পাশের আরও ১১টি ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ওইসব ঘরে থাকা আসবাবপত্র, নগদ টাকা, স্বর্ণালংকার এবং ফ্রিজসহ মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডে ১১টি ঘরসহ ভাড়াটিয়াদের পরিবারের প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ১১টি পরিবারের প্রত্যেকেই স্থানীয় বিভিন্ন পোশাক কারখানায় চাকরি করেন।

শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মোহাম্মদ নুরুল করিম জানান, দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম