Logo
Logo
×

সারাদেশ

ছাত্রদল নেতা হত্যা মামলায় বিএনপির ১২ নেতা কারাগারে

Icon

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ০৩:১৭ পিএম

ছাত্রদল নেতা হত্যা মামলায় বিএনপির ১২ নেতা কারাগারে

প্রতীকী ছবি

সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনার হাসির রায় ঘোষণাকে কেন্দ্র করে গত ১৭ নভেম্বর বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে মিষ্টি বিতরণকে ঘিরে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষে ছাত্রদলের ইউনিয়ন সহ-সভাপতি রবিউলকে কুপিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় নিহত রবিউলের বাবা মিজানুর রহমান বাদী হয়ে বাবুগঞ্জ থানায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের ২১ জন নেতাকর্মীর বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

সোমবার (২২ ডিসেম্বর) মামলার ১২ আসামি বরিশাল জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালতের বিচারক মো. ফারুক হোসেন তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

কারাগারে পাঠানো আসামিরা হলেন— বাবুগঞ্জ উপজেলার ঠাকুর মল্লিক এলাকার বাসিন্দা ছাত্রদল নেতা নাবিদ হাসান শান্ত, মিজানুর রহমান কবিরাজ, মো. বাবুল হাওলাদার, সফিউল আজম শাহিন ফরাজী, এমদাদুল হক মিলন ও তার ভাই জহিরুল ইসলাম, সাইদুর রহমান, মো. সোহাগ, সফিকুল ইসলাম সবুজ হাওলাদার, রফিক মুন্সি, সুমন ব্যাপারী ও আব্দুল্লাহ হাওলাদার।

আদালতের বেঞ্চ সহকারী কামরুল ইসলাম জানান, রবিউল হত্যা মামলার এসব ১২ জন আসামি উচ্চ আদালতের দেওয়া জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় তারা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হন। পরে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম