Logo
Logo
×

সারাদেশ

গোপালগঞ্জে ২১ জনের মনোনয়নপত্র সংগ্রহ

Icon

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ০৬:২৪ পিএম

গোপালগঞ্জে ২১ জনের মনোনয়নপত্র সংগ্রহ

ছবি: যুগান্তর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে গোপালগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ২১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। 

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে গোপালগঞ্জ-২ থেকে বিএনপি প্রার্থী ডা. কেএম বাবর মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। 

এছাড়া গোপালগঞ্জ-১ (মুকসুদপুর ও কাশিয়ানী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম এবং গোপালগঞ্জ-৩ আসন (কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া) থেকে প্রার্থীদের পক্ষে জেলা বিএনপির সদস্য সচিব কাজী আবুল খায়ের মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

অন্যদিকে গোপালগঞ্জ সদর আসন থেকে জামায়াতে ইসলামী বাংলাদেশের প্রার্থী আজমল হোসেন সরদার ও গোপালগঞ্জ-১ আসনে এনসিপির প্রলয় কুমার পাল ও গোপালগঞ্জ-৩ আসনে আরিফুল দাড়িয়া মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। 

এ নিয়ে জেলায় বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোট ২১ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম