রেজা কিবরিয়ার আসনে মনোনয়ন ফরম নিলেন বিএনপির সাবেক এমপি
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ০৬:৩১ পিএম
শেখ সুজাত মিয়ার মনোনয়ন ফরম সংগ্রহ। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ড. রেজা কিবরিয়ার বিপরীতে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়া।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তিনি।
এর আগে কয়েকদিন ধরে তিনি প্রচারণা চালান এবং বিএনপির মনোনয়ন রিভিউ চেয়ে মিছিল মিটিং করেন। তবে কেন্দ্রের কোনো সাড়া না পেয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন শেখ সুজাত মিয়া।
রোববার বিএনপির মনোনীত প্রার্থী ড. রেজা কিবরিয়ার পক্ষে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমীনের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তার গ্রামের নেতা রাসেল আহমদ ও শাহ আজাদ আলী সুমন।
এছাড়া মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম. এ মুনিম চৌধুরী বাবু, বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় গণমাধ্যম সম্পাদক কাজী তোফায়েল আহমদ।
নবীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল বারিক রনি বলেন, তৃণমূলের নেতা সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়া। তাকে যথাযথ মূল্যায়ন করেনি দল। তিনি দলের জন্য দীর্ঘ ৩০ ধরে কাজ করছেন। এ অঞ্চলের বিএনপি নেতাকর্মীদের সংগঠিত করেছেন। আমরা রিভিউ আবেদন করে কোনো সাড়া পাইনি।
তিনি বলেন, ১৭ বছরে যে নেতাকে দেখি নাই, তাকে টিকিট দিয়ে দল আমাদের প্রতি অবিচার করেছে।
নবীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. বায়তুল্লাহ মিয়া বলেন, দীর্ঘ ১৬ বছর স্বৈরশাসনের পর এবার দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ এসেছে। এ লক্ষ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাষ্ট্রকাঠামো গঠনের যে পরিকল্পনা দিয়েছেন, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা প্রার্থী হচ্ছেন, তারা গণতন্ত্র প্রতিষ্ঠায় বিশ্বাসী নন বলেই আমরা মনে করি। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে এসব ‘গলার কাঁটা’ দূর করা জরুরি।
হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক এমপি শেখ সুজাত মিয়া বলেন, আমি দলের কাছে বারবার রিভিউ আবেদন করে কোনো সাড়া পাইনি। তাই তৃণমূল নেতাকর্মীর চাপে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। আমি আশাবাদী নির্বাচনে বিজয়ী হবো, ইনশাআল্লাহ।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমীন বলেন, ৪ প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবীগঞ্জ ও বাহুবল উপজেলা নিয়ে গঠিত হবিগঞ্জ-১ আসনে মোট ভোটার ৪ লাখ ৬১ হাজার ২৮৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৩ হাজার, নারী ২ লাখ ২৮ হাজার ২৬৮ এবং তৃতীয় লিঙ্গের ৫ জন।
