Logo
Logo
×

সারাদেশ

বিয়ে করেও সংসার করা হলো না রাজনের

Icon

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৩ পিএম

বিয়ে করেও সংসার করা হলো না রাজনের

বিয়ে করেও সংসার করা হলো না হবিগঞ্জের যুবক আব্দুল মোহিত রাজনের। রোববার (২১ ডিসেম্বর) স্থানীয় সময় দুপুরে সৌদি আরবের রিয়াদের ইয়াসমিন এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি লরির চাপায় ঘটনাস্থলেই তিনি মারা যান।

নিহত রাজন (৩০) হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের আনন্দপুর গ্রামের নূর মিয়ার ছেলে।

জানা গেছে, মেহেদির রং মোছার আগে বিয়ের এক মাসের মাথায় নববিবাহিতা স্ত্রীকে রেখে জীবিকার তাগিদে চলে যান সৌদি আরবে। থাকতেন রিয়াদে। সেখানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন রাজন (৩০)। দুর্ঘটনার পরই পুলিশ লরিচালককে গ্রেফতার করেছে।

বিষয়টি নিশ্চিত করে গোপায়া ইউপি চেয়ারম্যান মো. আব্দুল মন্নান জানান, খবর পেয়ে তিনি সোমবার তাদের বাড়িতে গিয়েছেন। তার সহকর্মী ব্রাহ্মণবাড়িয়ার একজন লাশ দেশে আনার উদ্যোগ নিয়েছেন। বিষয়টি আমি প্রশাসনকে অবগত করব।

তিনি বলেন, ২০২৪ সালের জুলাই মাসে রাজন বিয়ে করেছিলেন। বিয়ের এক মাস পরই ২১ আগস্ট জীবিকার সন্ধানে তিনি সৌদি আরবে চলে যান।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা সানিয়া বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। তবে আমি খোঁজ নিয়ে দেখব। যদি এমন হয় তবে আমাদের তরফ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম