Logo
Logo
×

সারাদেশ

দীপুর পরিবারের পাশে মানবাধিকার প্রতিনিধি দল, ন্যায় বিচার দাবি

Icon

ময়মনসিংহ ব্যুরো

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৭ পিএম

দীপুর পরিবারের পাশে মানবাধিকার প্রতিনিধি দল, ন্যায় বিচার দাবি

ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে দীপু চন্দ্র দাসকে (২৮) পিটিয়ে এবং আগুন দিয়ে হত্যার ঘটনায় নিহতের পরিবারের সঙ্গে দেখা করে শোক প্রকাশ করেছে ১৮ সদস্য বিশিষ্ট মানবাধিকার কর্মীদের একটি প্রতিনিধি দল। এ সময় তারা পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে রাষ্ট্র এবং সমাজের কাছে ন্যায় বিচার দাবি করেছেন।

মঙ্গলবার দুপুর ১টায় জেলার তারাকান্দা উপজেলার মোকামিয়াকান্দা গ্রামের দীপু দাসের বাড়িতে গিয়ে পরিবারের স্বজনদের সঙ্গে সাক্ষাত করে এ দাবি জানান তারা।

এ সময় প্রতিনিধি দলের সদস্যরা দীপু চন্দ্র দাসের স্ত্রী মেগনা রাণীর সঙ্গে কথা বলে তার পরিবারের আর্থিক অবস্থানসহ পরিবারের খোঁজ খবর নেন।

পরে পরিবারটির যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দিয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের মানবাধিকার কর্মী মো. শহীদুল আলম সাংবাদিকদের বলেন, এ ঘটনায় আমরা মর্মাহত, দুঃখিত। আমরা ন্যায় বিচার আদায় করে ছাড়ব। সমাজের কাছে এবং সরকারের কাছে দাবি শুধু ন্যায় বিচার না, বরং এ ধরনের ঘটনা যেন আর না ঘটে সে ব্যবস্থা নিতে হবে। আমারা মনে করি দীপু চন্দ্র দাসের পরিবার ও সন্তানের ভরণপোষণের দায়িত্ব রাষ্ট্রের। তবে এই পরিবারের যেকোনো প্রয়োজনে আমরা তাদের পাশে থাকব।

এ প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন, নারী মুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত, লেখক ও সংবিধান সংস্কার কমিশনের সাবেক সদস্য ফিরোজ আহমেদ, মানবাধিকার কর্মী  দীপায়ন খীসা, লেখক ও নৃবিজ্ঞানী রেহনুমা আহমেদ প্রমুখ।

এছাড়াও জাতীয় আইন সহায়তা কেন্দ্র ব্লাস্ট, এএলআরডি, মানবাধিকার সাংস্কৃতিক ফাউন্ডেশনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

গত ১৮ ডিসেম্বর রাতে ধর্ম অবমাননার অভিযোগে দীপু চন্দ্র দাসকে গণপিটুনি দিয়ে ময়মনসিংহের ভালুকার জামিরদিয়া মাস্টার বাড়ি এলাকায় হত্যা করে উত্তেজিত জনতা। পরে মহাসড়কের পাশে তার মরদেহ বিবস্ত্র করে গাছে ঝুলিয়ে আগুন জ্বালিয়ে দেয়। এ ঘটনায় নিহতের ছোট ভাই অপু দাস গত ১৯ ডিসেম্বর বাদী হয়ে অজ্ঞাত ১৫০ জনকে আসামি করে ভালুকা থানায় হত্যা মামলা দায়ের করে। ওই মামলায় র্যাব-পুলিশের সদস্যরা এ পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করেছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্যে ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করে আদেশ দিয়েছেন ময়মনসিংহ আদালত। মঙ্গলবার মামলাটি তদন্তের জন্য জেলা গোয়েন্দা শাখায় হস্তান্তর করা হয়।

নিহত দিপু চন্দ্র দাস জেলার তারাকান্দা উপজেলার মোকামিয়া কান্দা গ্রামের রবি চন্দ্র দাসের ছেলে। দিপু গত দুই বছর ধরে ভালুকার জামিরদিয়া পাইওনিয়ার নিটওয়্যারস বিডি লিমিটেড কোম্পানিতে লাইন সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।

এদিকে গার্মেন্টস কর্মী দীপু চন্দ্র দাসকে ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে পিটিয়ে এবং আগুন দিয়ে হত্যা এবং প্রথম আলো-ডেইলি স্টার, সাজেদা বেগম সাজু, ছায়ানট ও উদীচীতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় বিক্ষোভ, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অব্যাহত রয়েছে বিভিন্ন সংগঠনের।

মঙ্গলবার বিকালে ময়মনসিংহ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন, সমাবেশ ও প্রতিবাদ সঙ্গীত পরিবেশন করে উদীচী শিল্পীগোষ্ঠীর শিল্পীরা। এ সময় বক্তব্য রাখেন সিপিবির জেলা সভাপতি অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত, সাধারণ সম্পাদক বাহার মজুমদার, নারী নেত্রী অধ্যাপিকা ফেরদ্দৌস আরা মাহমুদা হেলেন প্রমুখ।

এছাড়াও দীপু দাসকে হত্যা ও মৃতদেহ পোড়ানোর সঙ্গে জড়িত সব অপরাধীদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ। বিকালে নগরীর ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে মানববন্ধনে বক্তারা দেশীয় সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের চেতনা লালনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম