বেনাপোল বন্দরের শেডে বহু বছরের পুরাতন রাসায়নিক, বিপদের শঙ্কা
মো. কামাল হোসেন, বেনাপোল
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ০৭:১১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বেনাপোল স্থলবন্দর দীর্ঘদিন ধরে ব্যবহৃত কেমিক্যাল শেডগুলোতে জমে থাকা বহুবছরের পুরাতন ও মেয়াদোত্তীর্ণ রাসায়নিক পণ্য নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে দাঁড়িয়েছে।
বন্দরের সূত্রে জানা যায়, সঠিক তত্ত্বাবধান ও স্টোরেজ ব্যবস্থা না থাকায় অগ্নি দুর্ঘটনার সম্ভাবনা এবং রাসায়নিক বিক্রিয়াজনিত স্বাস্থ্যঝুঁকি বাড়ছে।
ব্যবসায়ীরা বলনে, পুরনো কেমিক্যালের কারণে অগ্নি ও বিস্ফোরণের ঝুঁকি, বায়ু দূষণ ও শ্বাসতন্ত্রের রোগ, মাটি ও জলের দূষণ এবং ব্যবসায়িক ও অর্থনৈতিক ক্ষতির আশঙ্কা রয়েছে। তাছাড়া, কোনো দুর্ঘটনা ঘটলে শেড ও পণ্যের সম্পূর্ণ ক্ষতি হতে পারে, যার প্রভাব সরাসরি ব্যবসায়ীদের ওপর পড়ে।
এই পরিস্থিতি মোকাবিলার জন্য বন্দর পরিচালক (ট্রাফিক) ও উপসচিব শামীম হোসেন বুধবার (১৭ ডিসেম্বর) সাতটি কঠোর নির্দেশনা জারি করেছেন।
বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, শেডগুলোতে জমে থাকা পুরনো কেমিক্যাল অগ্নিঝুঁকি ও নিরাপত্তার জন্য বড় হুমকি। সাতটি নির্দেশনা জারি করা হলেও, ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে আরও সচেতনতা ও নিয়মিত তদারকি অপরিহার্য।
গুদাম মালিক ভুট্টো আহমেদ বলেন, পুরাতন কেমিক্যাল দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। দ্রুত অপসারণ ও সঠিক ব্যবস্থাপনা জরুরি। আমরা বন্দরের উদ্যোগকে স্বাগত জানাই।
আরএক ব্যবসায়ী রোহান হোসেন মন্তব্য করেন, নিরাপত্তা ব্যবস্থা জোরদার হলেও শেডের অগ্নি ঝুঁকি এখনও বিদ্যমান। ব্যবসায়িক কার্যক্রম নিরাপদ রাখতে নিয়মিত তদারকি এবং সতর্কতা অপরিহার্য।
বন্দর ও ব্যবসায়ীরা আশা করছেন, নতুন নির্দেশনা কার্যকর হলে কেমিক্যাল শেডের ঝুঁকি কমানো সম্ভব হবে এবং বন্দরের নিরাপত্তা ও ব্যবসায়িক পরিবেশ আরও উন্নত হবে।
