Logo
Logo
×

সারাদেশ

খনিজ বালি চুরি, যুবলীগ নেতাসহ ২১ জনের নামে মামলা

Icon

যুগান্তর প্রতিবেদন, তাহিরপুর

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ০৮:৩০ পিএম

খনিজ বালি চুরি, যুবলীগ নেতাসহ ২১ জনের নামে মামলা

সুনামগঞ্জের তাহিরপুরের সীমান্তনদী জাদুকাটার পাড় (তীর) কেটে খনিজ বালি চুরির ঘটনায় যুবলীগ নেতা ও ইউপি সদস্যের ভাইসহ ২১ জনের নামে মামলা দায়ের করেছে নৌপুলিশ।

ওই মামলায় পাঁচ ট্রলারবোঝাই চুরি করা খনিজ বালি জব্দ দেখানো হয়েছে।

মামলার আসামিরা হলেন- তাহিরপুরের উত্তর বড়দল ইউনিয়নের কাঁশতাল গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে, ইউনিয়ন যুবলীগের সহসভাপতি ও ইউপি সদস্য জিয়াউর রহমান ওরফে জিয়া মেম্বারের ভাই মাসুক সর্দার, উপজেলার বাদাঘাট ইউনিয়নের জাদুকাটা নদী তীরবর্তী ঘাগটিয়া গ্রামের বাহাউদ্দিন, আমিরুল, আলী আসাদ, শুরআলম, আব্দুল্লাহ, বাহার, মুর্শেদ, জুবেল, গড়কাটি গ্রামের সোহেল, উত্তর শ্রীপুর ইউনিয়নের লাকমা গ্রামের সাইফুল ইসলাম, দক্ষিণ বড়দল ইউনিয়নের সাদেরখলা গ্রামের ইছাক মিয়াসহ অজ্ঞাতনামা ৫-৬ জন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) তাহিরপুর থানায় মামলাটি দায়ের করেন সুনামগঞ্জ টুকেরবাজার নৌপুলিশ ফাঁড়ির এসআই জসীম উদ্দিন।

প্রসঙ্গত, সোমবার (২২ ডিসেম্বর) সকালে সুনামগঞ্জ টুকেরবাজার নৌপুলিশ ফাঁড়ির একটি টিম তাহিরপুরের সীমান্তনদী জাদুকাটা বালিমহালের ইজারা বহির্ভূত পশ্চিম পাড়ের ঘাগটিয়ার বাঁশবাগান থেকে চুরি করা খনিজ বালিবোঝাই পাঁচটি (স্টিল বডি) ট্রলার জব্দ করে।

মঙ্গলবার বিকালে নৌপুলিশ হেডকোয়াটাসের্র ঢাকা (মিডিয়া সেল) দায়িত্বশীল অফিসার এ তথ্য যুগান্তরকে নিশ্চিত করেন।

সুনামগঞ্জ টুকেরবাজার নৌপুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর দিলীপ কুমার দাস জানান, জব্দকৃত চুরির বালি, পাঁচটি ট্রলারের মূল্য প্রায় ১৪ লাখ ৪ হাজার ৮০০ টাকা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম