সীমান্তে আটক ৭ ভারতীয় নাগরিক বিজিবি হেফাজতে
বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
মৌলভীবাজারের বড়লেখার সীমান্তের বাংলাদেশ অভ্যন্তর থেকে নিউ পাল্লাথল বিজিবির টহল দল সোমবার দুপুরে ৫ জন ও মঙ্গলবার দুপুরে ২ জন সহ মোট ৭ জন ভারতীয় মুসলিম নাগরিককে আটক করে ক্যাম্পে হেফাজতে রেখেছে বলে সীমান্তবাসীগুলো সূত্র জানিয়েছে।
এদের মধ্যে ৬ জন পুরুষ ও একজন নারী রয়েছেন। তবে, এ ব্যাপারে বিজিবি গণমাধ্যমকে কোনো তথ্য দিচ্ছে না।
সূত্র জানিয়েছে, বড়লেখা উপজেলার নিউ পাল্লাথল বিওপির আনুমানিক দেড় কিলোমিটার বাংলাদেশ অভ্যন্তর এবং সীমান্ত রেখার মেইন পিলারের আনুমানিক ২০০ গজ অভ্যন্তর থেকে বিজিবির টহল দল একজন নারীসহ ৫ জন ভারতীয় নাগরিককে আটক করে ক্যাম্পে হেফাজতে রেখেছে। এরা হলেন- আসামের কারবিআলং জেলার অটোচালক মো. আব্বাস খান (৫৬), আসামের নওয়া জেলার রুস্তম আলী (৬৬), ইদ্রিস আলী (৪৮), তাহের আলী (৫৫) ও আয়েশা খাতুন (৬৫)।
মঙ্গলবার দুপুরে একই বিওপির বিজিবির টহল দল সীমান্তের বাংলাদেশ অভ্যন্তর থেকে আসামের নওয়া জেলার আরও দুইজন ভারতীয় নাগরিককে আটক করেছে। তারা হলেন- মো. আব্দুল আজিজ (৬৫) ও আনোয়ার হোসেন (৭০)।
এ ব্যাপারে জানতে বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরীর সঙ্গে মঙ্গলবার সন্ধ্যায় যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি। এর আগে ক্ষুদে বার্তা পাঠিয়েও কোনো সাড়া মেলেনি।
বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান বলেন, আটকের ঘটনাটি বিভিন্ন মাধ্যমে শুনেছেন তবে বিজিবি এখন পর্যন্ত আটক কাউকে থানায় সোপর্দ করেনি।
