রংপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেফতার
রংপুর ব্যুরো
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ০৮:৫০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
রংপুর জেলার অপারেশন ডেভিলহান্ট ফেজ-টু অভিযানের অংশ হিসেবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত চন্দ্র রায়।
তিনি জানান জানান, রংপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে কোতোয়ালি থানায় ১ জন, বদরগঞ্জ থানায় ১ জন, গংগাচড়া মডেল থানায় ১ জন, পীরগাছা থানায় ১ জন, মিঠাপুকুর থানায় ১ জন ও পীরগঞ্জ থানায় ১ জন গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় মামলা রয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।
