তারেক রহমানকে বরণ করতে ঢাকার পথে নেতাকর্মীরা
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ০৯:১৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
দীর্ঘ ১৭ বছরের প্রতীক্ষার অবসান হচ্ছে। প্রিয় নেতা তারেক রহমান আসছেন দেশের মাটিতে। আর তাকে বরণ করতে চট্টগ্রাম থেকে ঢাকায় ছুটছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের পাশাপাশি তৃণমূলের কর্মীরা।
শীর্ষ নেতাদের অনেকেই বিমানে, বিশেষ ট্রেনে ধরেছেন ঢাকার পথ। আর তৃণমূলের নেতারা চেয়ারকোচ, বাস ও ব্যক্তিগত গাড়িতে সড়ক পথে আজই (বুধবার) রওনা দেবেন। চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা থেকে সম্মিলিতভাবে অন্তত ২০ থেকে ২৫ হাজার নেতাকর্মী ঢাকায় যাচ্ছেন।
এ ছাড়া ব্যক্তিগতভাবেও যে যার মতো বুধবার রাতের মধ্যেই ঢাকায় রওনা দেবেন। রাত ১০টার ঢাকা মেইলের ২২টি বগিতে করে নেতাকর্মীরা ঢাকা যাবেন। এ ছাড়া অন্য আরও তিনটি ট্রেনের প্রতিটিতে এক্সট্রা বগি সংযোজন করা হচ্ছে। বিএনপি নেতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে রেলওয়ে কর্তৃপক্ষ নেতাকর্মীদের জন্য যাত্রার জন্য বিশেষ ট্রেন ও এক্সট্রা বগির ব্যবস্থা করেছে।
তবে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও নগর বিএনপির সাবেক আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন যুগান্তরকে বলেছেন, চট্টগ্রাম থেকে অন্তত ১ লাখ মানুষ তাদের প্রিয় নেতাকে বরণ করতে ঢাকায় যাবেন। তারা ইতিমধ্যে যাত্রা শুরু করে দিয়েছেন বাসে ট্রেনে কোচে।
তিনি ২০-২২ বগির একটি ট্রেনের ব্যবস্থা করেছেন জানিয়ে বলেন, পরিস্থিতি এমন যে নেতাকে বরণ করতে যাওয়ার জন্য কেউ কারও দিকে তাকিয়ে নেই। দলীয় বা নিজ নিজ ব্যবস্থাপনায় সবাই ঢাকা ছুটছেন। নেতা কর্মীরা সোমবার থেকে যাত্রা শুরু করেছেন। তিনি নিজেও যথাসময়ে ঢাকায় পৌঁছে যাবেন বলে জানান।
চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন দুদিন আগে- সোমবার রাতেই বিমানযোগে ঢাকায় পৌঁছেছেন। তার এলাকার উপজেলা কমিটির নেতারা বাসে ও কোচে করে নেতাকর্মীদের যাতায়াতের ব্যবস্থা করেছেন।
চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এনামুল হক এনাম মঙ্গলবার বিকেলের ফ্লাইটে ঢাকায় পৌঁছেন। নেতাকর্মীদের যাওয়ার জন্য পটিয়া থেকে ব্যবস্থা করা হয়েছে চেয়ার কোচ ও বাসের। দক্ষিণ চট্টগ্রাম থেকেই অন্তত ২০-২৫ হাজার নেতাকর্মী ঢাকায় যাবেন বলে জানিয়েছেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন।
চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ শাহেদ যুগান্তরকে বলেন, দীর্ঘ ১৭ বছর পর তারুণ্যের আইকন তাদের প্রিয় নেতা আসছেন। এ জন্য নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাসের অন্ত নেই। ঢাকায় নতুন ইতিহাসের সাক্ষী হতে চট্টগ্রাম থেকে নেতাকর্মীরা ছুটছেন। ট্রেনে করেই অন্তত পাঁচ হাজার নেতাকর্মী বুধবার রাত এবং বৃহস্পতিবার সকালের মধ্যে ঢাকা পৌঁছবেন বলে জানান।
