Logo
Logo
×

সারাদেশ

জামায়াতের ২১ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ০৯:২৪ পিএম

জামায়াতের ২১ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

বগুড়ার নন্দীগ্রামে শহীদ জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগ দিয়েছেন জামায়াতে ইসলামীর ২১ নেতাকর্মী।

সোমবার সন্ধ্যায় উপজেলার ঢাকইর গ্রামে যোগদান অনুষ্ঠানে তাদের ফুলের মালা দিয়ে বরণ করেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য প্রার্থী মোশারফ হোসেন।

যোগদান অনুষ্ঠানে নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু, উপজেলা ছাত্রদল সভাপতি জুয়েল রানা প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।

যোগদানকারী জামায়াত নেতা জাকির হোসেন বলেন, আমরা ২১ জন নেতাকর্মী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেশপ্রেম এবং তারেক রহমানের সঠিক ও দূরদর্শী নেতৃত্বে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগদান করেছি। বগুড়া-৪ আসনের এমপি প্রার্থী মোশারফ হোসেনের জনপ্রিয়তা আমাদের এই সিদ্ধান্ত নিতে অনুপ্রাণিত করেছেন।

জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য প্রার্থী মোশারফ হোসেন বলেন, বিএনপি সবসময় দলমত নির্বিশেষে সাধারণ মানুষের পাশে থাকার রাজনীতিতে বিশ্বাসী। আজ যারা জামায়াত থেকে বেরিয়ে এসে বিএনপির জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের দলে যোগ দিয়েছেন, তাদের আন্তরিকভাবে স্বাগত জানাই।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম