পীরগাছা আ.লীগের সম্পাদক মিলন গ্রেফতার
পীরগাছা (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ১০:০৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
রংপুরের পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ মিলনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বড়বাড়ী তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে পীরগাছা থানার ওসি একেএম খন্দকার মুহিব্বুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রংপুর সদর কোতোয়ালি থানার মামলায় সন্ত্রাসবিরোধী আইনে তাকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
