Logo
Logo
×

সারাদেশ

আ. লীগ ও শ্রমিক লীগের ২ নেতা গ্রেফতার

Icon

টঙ্গীবাড়ি (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ১১:১৯ পিএম

আ. লীগ ও শ্রমিক লীগের ২ নেতা গ্রেফতার

ফাইল ছবি

টঙ্গীবাড়ীতে আওয়ামী লীগ ও শ্রমিক লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোর রাতে আউটশাহী ও আড়িয়ল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

তারা হলেন- উপজেলার আড়িয়ল ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান শেখ (৪৫) ও উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম হাওলাদার (৫০)।

শফিকুল উপজেলার কাইচাইল গ্রামের জয়নাল হাওলাদারের ছেলে এবং হাসান শেখ আড়িয়ল গ্রামের মৃত কফিল উদ্দিন শেখের ছেলে।

টঙ্গীবাড়ী থানা ওসি মো. মনিরুল হক ডাবলু জানান, বিস্ফোরক মামলায় তাদের গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম