কিশোরগঞ্জ-১ আসন
বিএনপির মনোনয়ন বঞ্চিতদের ১০ কি.মি. দীর্ঘ মানববন্ধন
কিশোরগঞ্জ ব্যুরো
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৯ এএম
কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কে ১০ কি.মি. দীর্ঘ মানববন্ধন। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
কিশোরগঞ্জ-১ (সদর) আসনে বিএনপি সমর্থিত প্রার্থী মাজহারুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কে ১০ কি.মি. দীর্ঘ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন মনোনয়ন বঞ্চিতরা।
মাজহারুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে মঙ্গলবার বিকালে শহরতলির বড়পুল থেকে পুলের ঘাটের আগ পর্যন্ত ব্যানার নিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। কর্মসূচিতে সাবেক বিএনপি দলীয় এমপি মাসুদ হিলালী, সাবেক ঢাকা বিভাগীয় স্পেশাল
জজ জেলা বিএনপির সহ-সভাপতি রেজাউল করিম খান চুন্নু ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম-সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল প্রমুখ বক্তব্য দেন। তারা মাজহারুল ইসলামের মনোনয়ন বাতিল করে তাদের মধ্য থেকে কাউকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।
