মদপানের জেরে বন্ধুর ছুরিকাঘাতে বাবুর্চি খুন
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ১২:১৩ পিএম
ফাইল ছবি।
|
ফলো করুন |
|
|---|---|
গাজীপুরে ‘মদ্যপ’ বন্ধুর ছুরিকাঘাতে সুমন কস্তা (৪৫) নামের এক বাবুর্চি খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকালে কালীগঞ্জ উপজেলার রাঙ্গামাটি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সুমন কস্তা উপজেলার তুমুলিয়া ইউনিয়নের রাঙ্গামাটি এলাকার মৃত সুকণ্ঠ কস্তার ছেলে। তিনি পেশায় বাবুর্চি ছিলেন।
এ ঘটনায় অভিযুক্ত তার বন্ধু নন্দন ডি কস্তা (৪৬)। তিনি একই এলাকার গিলবার্ট ডি কস্তার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে সুমন কস্তা তার বন্ধু নন্দন ডি কস্তার বাড়িতে যান। সেখানে দুজন একসঙ্গে মদপান করেন। সে সময় তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে নন্দন ডি কস্তা সুমন কস্তাকে একাধিকবার ছুরিকাঘাত করে হত্যা করেন। ঘটনার পর অভিযুক্ত নন্দন নিহতের লাশ বাড়ির পাশের একটি পুকুরে ফেলে কচুরিপানা দিয়ে ঢেকে রেখে পালিয়ে যান। পরে বিকাল আনুমানিক ৪টার দিকে স্থানীয় লোকজন পুকুরে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ রাতে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
পুলিশের ভাষ্যমতে- নিহতের বুকে, গলায় ও মুখে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। অভিযুক্ত নন্দন ডি কস্তার বিরুদ্ধে আগেও ছুরিকাঘাত ও মারধরের অভিযোগ ছিল।
কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

