সীতাকুণ্ডে বিএনপির সাবেক সম্পাদকের বাড়িতে ককটেল বিস্ফোরণ
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৮:২২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
সীতাকুণ্ড উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম নুরুল ইসলাম প্রকাশ ইসলাম সেক্রেটারির বাড়িতে ককটেল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টায় উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের কদমরসুল এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে একদল দুর্বৃত্ত ভাটিয়ারী ইউনিয়নের কদমরসুল মরহুম নুরুল ইসলাম সেক্রেটারির বাড়িতে প্রবেশ করে তারা ঘরের সামনে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ সময় বিস্ফোরণের বিকট শব্দে বাড়ির লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুটি অবিস্ফোরিত ককটেল ও দুটি ছোট কাঁচের বোতল উদ্ধার করে পুলিশ। ককটেল বিস্ফোরণে ঘরের জানালার গ্লাস ভেঙে গেলেও কেউ হতাহত হয়নি।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত ইসলাম সেক্রেটারির ছেলে আবু সুফিয়ান শিবলু বলেন, হঠাৎ করে রাত সাড়ে ৩টার দিকে পর পর ককটেল বিস্ফোরণের বিকট শব্দে ঘুমিয়ে থাকা শিশু, নারী, বৃদ্ধসহ পরিবারের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। মুখোশপরা ৬ জন দুর্বৃত্ত একত্রে বাড়িতে এসে চারটি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং ২টি পেট্রল বোমা রেখে যায়। তবে কারা কী কারণে এ ঘটনা ঘটিয়েছে নিরাপত্তাহীনতার কারণে তা জানাতে অস্বীকৃতি জানান তিনি।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম দৈনিক যুগান্তরকে বলেন, রাতে একটি বাড়িতে কটকেল বিস্ফোরণের ঘটনার খবর পেয়ে পুলিশ টিম ঘটনাস্থলে গিয়ে দুটি অবিস্ফোরিত ককটেল ও দুটি ছোট কাঁচের বোতল উদ্ধার করেছে।
