গ্রামবাসীকে কুপিয়ে পালিয়ে গেল ডাকাত দল, আহত ১৫
যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৮:২৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নারায়ণগঞ্জের আড়াইহাজারে দুই বাড়িতে ডাকাতি করার সময় মসজিদের মাইকে ঘোষণা দিলে তাদের ঘেরাও করে ফেলে এলাকাবাসী। এ সময় জড়ো হওয়া লোকজনকে এলোপাতাড়িভাবে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে ১৫ জনকে গুরুতর আহত করে পালিয়ে যায় ডাকাত দল।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত ২টায় উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের পাঁজারদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পাঁজারদিয়া গ্রামে ব্যবসায়ী মুনসুর আলম ও আনোয়ার মোল্লার বাড়িতে এক যোগে ৩০-৪০ জনের সশস্ত্র ডাকাত দল হানা দেয়। এ সময় ডাকাত দল গৃহকর্তা মুনসুর আলমের ঘর থেকে নগদ ৬৬ হাজার টাকা এবং ১ ভরি ওজনের স্বর্ণালংকার এবং আনোয়ার মোল্লার ঘর থেকে নগদ ১৫ হাজার টাকা এবং দেড় ভরি ওজনের স্বর্ণালংকার লুটে নেয়। ডাকাত দলকে বাধা দিলে তারা গৃহকর্তা মুনসুর আলম, তার স্ত্রী তাহমিনা, কন্যা তানহা এবং পুত্র তামিমকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।
এ সময় মসজিদের মাইকে ডাকাত পড়ার কথা ঘোষণা করা হলে এলাকাবাসী জড়ো হয়ে ডাকাতদলকে ঘিরে ফেলে। ডাকাতদল প্রাণ বাঁচাতে গ্রামবাসীর ওপর ধারাল অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে এবং এলোপাতাড়িভাবে কুপিয়ে গুরুত্বর আহত করে পালিয়ে যায়।
আহত গ্রামবাসী হলেন- হাবিবুর, আশ্রাফুল, আলী আকবর, কাউসার, সাইফুল, হাতেম আরী, রাকিব, সাকিব প্রমুখ।
আহতদেরকে ঢাকা মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আড়াইহাজার থানার ওসি আলাউদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ডাকাত গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
