Logo
Logo
×

সারাদেশ

সুনামগঞ্জ-৫ আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা

Icon

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৮:২৮ পিএম

সুনামগঞ্জ-৫ আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা

আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে অবশেষে সুনামগঞ্জ-৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হয়েছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত দলীয় প্যাডে পাঠানো এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

এতে জানানো হয়—এ আসনে বিএনপির একক প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন সুনামগঞ্জের পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন।

বুধবার দুপুরে মনোনয়নপ্রাপ্ত মিলন নিজেই মহাসচিবের স্বাক্ষরিত চিঠিটি সুনামগঞ্জের খবরসহ বিভিন্ন স্থানীয় গণমাধ্যম ও নেতাকর্মীদের কাছে পাঠান। এরপরই ছাতক–দোয়ারাবাজারে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে পড়ে।

দীর্ঘদিন ধরে দলে সক্রিয় ও মাঠপর্যায়ের জনপ্রিয় নেতা মিলনকে পুনরায় মনোনয়ন দেওয়ায় প্রায় সব স্তরের নেতাকর্মীরা স্বস্তি প্রকাশ করেছেন।

দলীয় সূত্রে জানা যায়, মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের নাম ঘোষণা করার মধ্য দিয়ে সুনামগঞ্জ জেলায় বিএনপির নির্বাচনি প্রস্তুতি আরও গতিশীল হলো। বিশেষ করে ছাতক–দোয়ারাবাজার এলাকায় গত কয়েক মাস ধরেই তৃণমূল নেতাকর্মীরা নির্বাচনি মাঠ গুছিয়ে নিচ্ছিলেন। মিলনকে পুনরায় মাঠে পেয়ে তারা আরও সক্রিয় হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।

ইতোমধ্যে মনোনয়ন নিশ্চিতের পর মিলন তার নির্বাচনি এলাকায় ঘনিষ্ঠ নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়ানো শুরু করেছেন। দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করে তিনি প্রচারণা কৌশল নির্ধারণেও মনোযোগী হয়েছেন।

এদিকে মনোনয়ন ঘোষণার পর জেলা ও উপজেলা বিএনপির নেতারা আশা প্রকাশ করেছেন—দলীয় ঐক্য অটুট থাকলে সুনামগঞ্জ-৫ আসনে এবার বিএনপি শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করছেন, বহুদিন পর বিএনপির এই ঘাঁটিতে নতুন করে প্রাণ ফিরছে।

দলীয় দায়িত্বশীল সূত্র আরও জানায়, কেন্দ্রীয় সিদ্ধান্ত পাওয়ার পর মিলনের পক্ষে প্রচারণা চালাতে স্থানীয় পর্যায়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাদের নিয়ে সমন্বিত কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। সব মিলিয়ে ছাতক–দোয়ারাবাজারে বিএনপির নির্বাচনি তৎপরতা এখন নতুন গতি পেয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম