সরকারের গুরুত্বপূর্ণ চার পদ ছাড়লেন পুতুল
লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৮:৩১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য চারটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।
তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টা, ক্যাপিটাল ল’ কলেজের গভর্নিং বডির সভাপতি, গ্রিন ডেল্টা লাইফ ইনস্যুরেন্স লিমিটেড এবং ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)-এর পরিচালক পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন।
এ বিষয়ে ফারজানা শারমিন পুতুল বলেন, নির্বাচন কমিশনের আচরণবিধি অনুসরণ করতেই এসব পদ থেকে তিনি সরে দাঁড়িয়েছেন।
বুধবার (২৪ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর-১ আসনে বিএনপি মনোনীত এই প্রার্থী ফারজানা শারমিন পুতুল।
এ বিষয়ে উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. হারুনার রশিদ পাপ্পু বলেন, ফারজানা শারমিন পুতুল দীর্ঘদিন ধরে আইন, শিক্ষা ও কর্পোরেট খাতের বিভিন্ন প্রতিষ্ঠানে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে আসছিলেন। প্রতিষ্ঠানেগুলোতে তার পেশাগত ভূমিকাও ছিল উল্লেখযোগ্য। তবে নির্বাচনে অংশগ্রহণের স্বচ্ছতা ও আইনি বাধ্যবাধকতা রক্ষার স্বার্থে এসব দায়িত্ব থেকে পদত্যাগ করলেন তিনি।
