Logo
Logo
×

সারাদেশ

রিকশায় এসে মনোনয়ন ফরম কিনলেন আমির হামজা

Icon

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৫ পিএম

রিকশায় এসে মনোনয়ন ফরম কিনলেন আমির হামজা

রিকশায় চড়ে এসে মনোনয়ন ফরম কিনলেন কুষ্টিয়া-৩ সদর আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আলোচিত ইসলামি বক্তা আমির হামজা।

বুধবার দুপুর ১২টার দিকে রিকশাযোগে জেলা প্রশাসক কার্যালয়ে পৌঁছান তিনি। পরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলমের কাছ থেকে তিনি মনোনয়নপত্র গ্রহণ করেন। এ সময় তার সঙ্গে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিয়মিত আলোচনায় থাকা ইসলামি বক্তা ও জামায়াত নেতা আমির হামজা সম্প্রতি অনেকটাই নীরব। গণমাধ্যমে দেখা যাচ্ছে না তার চটকদার বক্তব্য। আচরণবিধি লঙ্ঘন হয়, এমন কাজ থেকে দূরে থাকার চেষ্টা করছেন।

বুধবার রিকশাযোগে এসে আবারও দৃষ্টি কাড়লেন গণমাধ্যম কর্মীদের।

এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দীন জোয়ার্দ্দার জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসাইন, সহকারী সেক্রেটারি মাজহারুল হক মমিন ও খায়রুল ইসলাম রবিন, কুষ্টিয়া শহর জামায়াতের আমির এনামুল হক, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা শরিফুল ইসলাম ও সেক্রেটারি ডা. রায়হান আলী প্রমুখ।

মনোনয়ন ফরম সংগ্রহের পর সাংবাদিকদের আমির হামজা বলেন, হত্যাকাণ্ড কখনো সমর্থন করি না, যারা হাদিকে হত্যা করেছে আমরা তাদের বিচার চাই। এই হত্যাকাণ্ডের মধ্যে দেশি-বিদেশি চক্রান্ত আছে। অনেকে চাচ্ছে নির্বাচন পিছেয়ে যাক এবং দেশটা অন্যের হাতে চলে যাক। নির্বাচিত সরকার না আসলে কী হয় আমরা তো দেখেছি সুতরাং এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই এবং নির্দিষ্ট সময়েই নির্বাচন হয়ে যাবে বলে আশা করছি।

আমির হামজা আরও বলেন, আমরা অনেকদিন ধরে মাঠে আছি, নির্বাচনের পরিবেশ যেভাবে চলছে এভাবে চললে আমরা আশাবাদী জয়ী হবো। আমাদের দুইটা থানায় প্রত্যেক ঘরের দুয়ারে আমরা গিয়েছি, মানুষের যেভাবে সাড়া পেয়েছি আমরা আশা করছি বিপুল ভোটে জয়ী হবো।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম